• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

কলকাতায় মাস্ক না পরায় শত শত মামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ০৪:৩৮ পিএম
কলকাতায় মাস্ক না পরায় শত শত মামলা

দুর্গাপূজার উৎসবে জনসমাগম ঠেকাতে না পারায় হুট করে বেড়েছে করোনা সংক্রমণ। আর তাই স্বাস্থ্যবিধি নিয়ে কঠোর অবস্থানে পশ্চিমবঙ্গের প্রশাসন।

হিন্দুস্তান টাইমস জানায়, গত তিন দিন ধরেই মাস্ক না পরার জন্য নাগরিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ। রবিবার মাস্ক না পরায় ৪৪৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার একই অভিযোগে ৪১৯ জন ও মঙ্গলবার এক হাজারের বেশি মামলা দায়ের করেছে পুলিশ পুলিশ।

এছাড়াও রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউ জারি রয়েছে শহরে। দুর্গাপূজার কারণে ১০ দিনের জন্য প্রত্যাহার করা হলেও সংক্রমণ বাড়ায় আবারও বিধিনিষেধ আরোপ হয়েছে।

এছাড়াও রাত সাড়ে ১০টার মধ্যে হোটেল রেস্টুরেন্ট বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। কারফিউ চলাকালীন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরেও বের হওয়া যাবে না।

করোনা ঠেকাতে রাজ্যের অধিক সংক্রমণের এলাকাগুলো চিহ্নিত করে বাসিন্দাদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এসব এলাকার বাইরে যেতে হলে বাসিন্দাদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক।

Link copied!