• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

একসঙ্গে ছয় ডোজ টিকা নিয়েছিলেন যিনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২১, ১২:০৩ এএম
একসঙ্গে ছয় ডোজ টিকা নিয়েছিলেন যিনি

সম্প্রতি বাংলাদেশে একই ব্যক্তিকে টিকার একাধিক ডোজ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ও ধোঁয়াশা। তবে টিকার একাধিক ডোজ নেওয়ার ঘটনা কিন্তু বিশ্বে এটিই প্রথম নয়।

মে মাসে ইতালির এক তরুণীকে ভুল করে ফাইজারের ছয় ডোজ করোনা টিকা দেওয়া হয়। টুস্কানির নোয়া হাসপাতালে টিকা নিতে গিয়ে বিপাকে পড়েন ২৩ বছর বয়সী ওই তরুণী।

তবে ছয়বার আলাদা টিকা নয় বরং এক সিরিঞ্জেই তাকে ভুল করে ছয় ডোজ সমপরিমাণ টিকা দিয়েছিলেন দায়িত্বরত নার্স। হাসপাতালের মুখপাত্র ড্যানিয়েলা জিয়ানেলি সিএনএনকে এই তথ্য জানান।

তিনি বলে, “একটি টিকার শিশিতে ছয় ডোজ পরিমাণ প্রতিষেধক থাকে। আর সেই নার্স ভুল করে সবটাই এক সিরিঞ্জে ব্যবহার করে ফেলেন।” কাজের সময় অমনোযোগী হওয়ায় এমন দুর্ঘটনা ঘটে বলে জানায় কর্তৃপক্ষ।

তবে ভুল বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানান নার্স। পরে ভুক্তভোগী তরুণীকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। সিএনএন আরও জানায়, এই তরুণী একই হাসপাতালের কলেজে সাইকোলজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

তবে টিকা গ্রহণকারীর দেহে পরবর্তী সময়ে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। পরদিন কোনো সমস্যা ছাড়াই হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।

Link copied!