• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৯ সফর ১৪৪৬

ইয়েমেনে সাময়িক যুদ্ধবিরতি চায় জাতিসংঘ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০৮:৩২ পিএম
ইয়েমেনে সাময়িক যুদ্ধবিরতি চায় জাতিসংঘ

আসন্ন রমজান মাসে ইয়েমেনে সাময়িক যুদ্ধ বিরতির জন্য অনুরোধ জানিয়েছে জাতিসংঘ। এ নিয়ে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতি ও ওমানের সঙ্গে আলোচনা করেছে সংস্থাটি।

রোববার (২১ মার্চ) ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের রাষ্ট্রদূত হ্যান্স গ্র্যান্ডবার্গ হুতি মুখপাত্র ও ওমান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। সোমবার (২১ মার্চ) সংবাদ সংস্থা আন্দালু এসব জানিয়েছে।

হ্যান্স গ্র্যান্ডবার্গ জানান, হুতি ও ইয়েমেন সরকারের সঙ্গে ওমানের ভালো সম্পর্ক। তাদের সঙ্গে রমজান মাসে যুদ্ধ বিরতির বিষয়ে আলোচনা হয়েছে। দুই পক্ষকে রমজান মাসে যুদ্ধ বিরতির জন্য অনুরোধ করা হয়েছে।

তিনি বলেন, “পবিত্র রমজান মাসে যতদূর সম্ভব আমরা যুদ্ধবিরতি চাই। এ নিয়ে দুই পক্ষের সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাব।”

এর আগে ৭ মার্চ ইয়েমেনী দলগুলোর সঙ্গে বৈঠক করেন হ্যান্স গ্র্যান্ডবার্গ। জর্ডানে অনুষ্ঠিত বৈঠকে চলমান দ্বন্দ্ব নিরসনে সব পক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

২০১৪ সাল থেকে ইয়েমেনের বিভিন্ন অঞ্চল দখল করতে শুরু করে হুতি বাহিনী। এরপর দেশটির রাজধানী সানা এই বিদ্রোহী গোষ্ঠীর দখলে চলে যায়। তখন থেকে ইয়েমেনে অস্থিতিশীলতা বিরাজ করছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!