যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোকে ইরানের ব্যাপারে 'সতর্ক' করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
নবনির্বাচিত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করছেন বলে অভিযোগ করেন তিনি।
কট্টরপন্থী ইব্রাহিম রাইসি ইরানের সাবেক বিচারপতি ছিলেন। আগামী অগাস্টে শপথ নিতে যাচ্ছেন তিনি। যদিও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আগেই তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারি আছে।
এপ্রিলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া এবং জার্মানি- এই ছয় পরাশক্তির সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে ইরান।
আর তাই ইরানের পরামানু কর্মসূচির অগ্রগতই নিয়ে বিশেষ উদ্বিগ্ন প্রতিবেশী দেশ ইসরায়েল।