ইউরোপের পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় প্রায় অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে।
বিবিসি জানায়, জার্মানিতে ৪২ ও বেলজিয়ামে ৬ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে অনেকে।
বন্যায় জার্মানিতে অন্তত ছয়টি বাড়ি ধসে পড়েছে। আরও প্রায় ২৫টি বাড়ি ঝুঁকিতে রয়েছে।
বৃহস্পতিবার জার্মানির আবহাওয়া অফিস জানায়, শুক্রবার পর্যন্ত দক্ষিণ-পশ্চিম জার্মানিতে ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। বন্যার কারণে সড়ক ও নৌ যোগাযোগ ব্যবস্থাও ব্যহত হচ্ছে।
বুধবার রাত থেকেই ভারী বৃষ্টির কারণে জার্মানি ও বেলজিয়ামের বিভিন্ন প্রদেশের বন্যা শুরু হয়।