• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

আফগানিস্তানের পতাকা নিয়ে বিক্ষোভে তালেবানের গুলি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১, ০৯:১৮ পিএম
আফগানিস্তানের পতাকা নিয়ে বিক্ষোভে তালেবানের গুলি

আফগানিস্তানের স্বাধীনতা দিবসে তালেবানবিরোধী এক বিক্ষোভে তালেবান সেনাদের গুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এই তথ্য জানায়।

ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের ১০২তম বার্ষিকীতে বিভিন্ন শহরে আফগানিস্তানের পতাকা নিয়ে বিক্ষোভ করে তালেবানবিরোধীরা। কুনার প্রদেশের আসাদাবাদের বিক্ষোভে তালেবান সেনারা গুলি চালিয়েছে বলে জানান এক প্রত্যক্ষদর্শী।

মোহাম্মদ সেলিম নামের এই প্রত্যক্ষদর্শী গার্ডিয়ানকে জানান, বৃহস্পতিবার কয়ক শ মানুষ স্বাধীনতা দিবসের বিক্ষোভে যোগ দেন। অনেককে তালেবানের পতাকা ছিঁড়ে ফেলতে দেখা যায়। হঠাৎ গুলি শব্দ শুনে ছোটাছুটি শুরু করেন তারা। গুলিবিদ্ধ ও ভিড়ে পদপিষ্ট হয়ে কয়েকজনের মৃত্যু হয়।

এর আগে বুধবার জালালাবাদে তালেবানের পতাকা নামিয়ে আফগানিস্তানের পতাকা ওড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় তালেবান সেনাদের গুলিতে তিনজন নিহত হয় বলে জানায় বিবিসি।

রাজধানী কাবুলেও জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ হয়। এ সময় ‘আমাদের পতাকা আমাদের পরিচয়’ বলে স্লোগান দেয় বিক্ষোভকারীরা।

জালালাবাদ, কুনার ও খোস্ত শহরে তালেবানবিরোধী বিক্ষোভের খবর পাওয়া গেছে। তালেবানের নিয়ন্ত্রণে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

দেশজুড়ে ছড়িয়ে বিক্ষোভ পড়তে পারে বলেও আশঙ্কা জানান স্থানীয় সাংবাদিকরা।

Link copied!