• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০, ২৫ রমজান ১৪৪৬

আইএস হামলায় অন্ধকারে আফগানিস্তান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ০৪:১৯ পিএম
আইএস হামলায় অন্ধকারে আফগানিস্তান

বিদ্যুতের লাইনে বোমা হামলায় শুক্রবার (২২ অক্টোবর) রাজধানী কাবুলসহ অন্ধকারে নিমজ্জিত ছিল আফগানিস্তানের একাংশ। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট, আইএসের আফগান শাখা।

তালেবানের সঙ্গে চলমান বিরোধের জেরে দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধের চেষ্টায় রয়েছে বিদ্রোহীরা। টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত একটি বিবৃতিতে ইসলামিক স্টেট-খোরাসান (আইএস-কে) জানায়, “খেলাফতের সেনারা বিদ্যুৎ খাতের ক্ষতির উদ্দেশ্যেই কাবুলে বিদ্যুতের লাইনে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।”

১৫ আগস্ট ক্ষমতা দখলের পর থেকেই আইএসের হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে তালেবান। ১৫ অক্টোবর দেশটির কান্দাহারে একটি মসজিদে আইএসের আত্মঘাতী বোমা হামলাতেও ৬০ জন নিহত হয়। 

প্রতিবেশী দেশ উজবেকিস্তান ও তাজিকিস্তান থেকে আমদানি করা বিদ্যুতের ওপর নির্ভরশীল কাবুল ও আরও কয়েকটি প্রদেশ। তবে বৃহস্পতিবারের বিস্ফোরণে সেখানকার বিদ্যুৎ সরবরাহকারী উচ্চ-ভোল্টেজ লাইন ক্ষতিগ্রস্ত হয়।

এএফপি জানায়, আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার দুই মাস পর বৃহস্পতিবারের এই হামলা তালেবান সরকারের ওপর বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। যদিও আফগানিস্তান থেকে আইএসকে নির্মূল লড়াই চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে তালেবান।

Link copied!