• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

ছুটির সকালে সুনসান রাজধানী


হাসান শাওন
প্রকাশিত: মার্চ ৮, ২০২৩, ০৯:১৮ এএম
ছুটির সকালে সুনসান রাজধানী
চেনা শহরে অচেনা সকাল

ইসলাম ধর্মে বিশ্বাসীদের মতে, মঙ্গলবার, শবে বরাতের রাতটি ছিল মহিমান্বিত। অনেকে রাতভর ইবাদত করেছেন। পরের দিন, বুধবার আবার সরকারি ছুটি। স্বভাবতই সকালে বাসা থেকে বের হননি বহু নগরবাসী। এ চিত্র দেখা গেছে সকালের রাজধানীর সড়কে। নিত্য দিনের মতো নয়। নীরব, ফাঁকা সুনসান ছিল ছুটির সকাল।

রাজধানীর মোহাম্মদপুর, আগারগাঁও, ফার্মগেট, কাওরান বাজারের মতো ব্যস্ত এলাকার সড়কগুলোতে দেখা গেছে ভিন্ন চিত্র। গণপরিবহন কম, নেই  ট্রাফিক জ্যাম, দোকানপাটও বেশিরভাগ বন্ধ।

রাস্তায় নেই যানবাহনের কোলাহল

তবে আগারগাঁয়ে মেট্রোরেলে চড়তে উৎসাহী কিছু মানুষ দেখা গেছে। অন্যদিনের চেয়ে ফার্মগেট এলাকার বদল চোখে পড়ার মতো। বাস কন্ডাক্টরদের হাঁকডাক নেই। স্কুলগামী শিক্ষার্থীদের চাঞ্চল্যও নেই। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ সকালে পথে নামেননি।

যে শহর জ্বালায়, পোড়ায় আর ভোগায় নিত্য দিন, তার এমন পাল্টে যাওয়া দৃশ্য ছিল সত্যি উপভোগ্য। মাইকের অত্যাচার নয়, বরং হর্নের ভিড়ে হারিয়ে যাওয়া কোকিলের ডাক শোনা গেল ইন্দিরা রোডে। চন্দ্রিমা উদ্যানে সবুজেরা নিঃশব্দে ছায়া মেলেছে। আমাদের প্রত্যাশিত শহর যেমন হওয়ার কথা, তেমনই যেন পাওয়া গেল বুধবার সকালকে।

Link copied!