• ঢাকা
  • সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

দেখা হবে ওপারে


এম এ রাজ্জাক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২২, ১০:৫৪ এএম
দেখা হবে ওপারে

ওই কৃষ্ণচূড়ার গাছের তলে দেখা হয়েছিল প্রথম, 
বাঁকা নয়নে দেখে, চলে গেলে অনেক দূরে
আবারও দেখা হয়েছিল সেই কৃষ্ণচূড়া গাছের তলে, 
আর বলেছিলে, ভালবাসি, ভালবাসি।

আজ তুমি অনেক দূরে, চলে গেছো অজানা পথে,
আজও মনে পড়ে তোমাকে।

তোমার জন্য মনের ঘরে প্রাসাদ করে রেখেছি যতন করে
তুমি আসবে বলে...

জানি তুমি আসবে না, তবু মন মানে না
মরীচিকার মতো পথপ্রান্তরে তাকিয়ে থাকি তুমি আসবে বলে
মনের গহীন ঘরে রেখেছি তোমায় যতন করে
তুমি আসবে বলে।

আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে ওপারে
হয়তো আজ পাবো না তোমাকে
দেখা হবে ওপারে, হয়তো সেদিন বলে দিব 
আমিও ভালবাসি তোমায়... বুঝলে.... 
দেখা হবে ওপারে…

Link copied!