• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

সাবেক স্ত্রী কিরণের ছবির প্রযোজক আমির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২২, ১১:২৬ এএম
সাবেক স্ত্রী কিরণের ছবির প্রযোজক আমির

বলিউড অভিনেতা আমির খান ও পরিচালক কিরণ রাও ২০২১ সালে এক যৌথ বিবৃতিতে বিবাহ বিচ্ছেদের খবর জানিয়েছিলেন। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য সম্পর্কের ইতি তখন সবাইকে অবাক করেছিল। তখন দুজন একে অপরের সঙ্গে সৌহার্দমূলক সম্পর্ক বজায় রাখবেন বলে জানিয়েছিলেন।

বিবাহ বিচ্ছেদের পরও এবার আমির-কিরণের সেই বন্ধুত্বের প্রমাণ পাওয়া গেল। নির্মাতা কিরণের নতুন ছবির প্রযোজকের ভূমিকায় কাজ করেছেন বলিউড পারফেকশনিস্ট আমির খান।

প্রায় এক যুগ আগে ‘ধোবিঘাট’ সিনেমা দিয়ে বলিউডে নির্মাতা হিসেবে নাম লিখিয়েছিলেন কিরণ। এরই মাঝে তিনি দ্বিতীয় ছবির কাজ শুরু করেছেন। গত সপ্তাহে প্রযোজক এবং নির্মাতা কিরণ পুনের কাছে একটি শহরে ছবির শুটিং করেছেন বলে জানা গেছে।

মিড-ডের এক প্রতিবেদনে বলা হয়, “কিরণ ছবিটির গল্প আমিরকে শুনিয়েছিলেন। তখনই আমির এই ছবির প্রযোজক হওয়ার ইচ্ছা পোষণ করে। এই ছবিটি ড্রামা কমেডি ঘরানার হবে।”

গত বছর বিবাহ বিচ্ছেদের সময় আমির ও কিরণ তাদের যৌথ বিবৃতিতে বলেছিলেন, “১৫ বছর আমরা একসঙ্গে অনেক অভিজ্ঞতা, আনন্দ এবং হাসি ভাগ করে নিয়েছি। আমাদের সম্পর্ক বিশ্বাস, শ্রদ্ধা ও ভালবাসায় বেড়ে উঠেছে। আমরা দুজনেই এখন জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। তবে স্বামী এবং স্ত্রী হিসাবে নয়, বরং সন্তানের বাবা-মা এবং পরিবার হিসাবেই তা শুরু করতে চাই।”

আশুতোষ গোয়ারিকর পরিচালিত ছবি 'লাগান' চলাকালীন আমির ও কিরণের প্রথম দেখা হয়েছিল। কিরণ ওই ছবির সহকারী পরিচালক ছিলেন।

এছাড়া জানে তু ইয়া জানে না, পিপলি লাইভ, ধোবিঘাট, দিল্লি বেলি, তালাশ, দাঙ্গাল, সিক্রেট সুপারস্টার, রুবারু রোশনির মতো জনপ্রিয় সিনেমার প্রযোজক ছিলেন কিরণ রাও।

Link copied!