• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

কত সম্পদ রেখে গেছেন লতা মঙ্গেশকর?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৪:৩৩ পিএম
কত সম্পদ রেখে গেছেন লতা মঙ্গেশকর?

১৩ বছর বয়স থেকে উপার্জন শুরু সদ্য প্রয়াত ভারতীয় কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের। মারাঠি সিনেমায় অভিনয় ও গান দিয়ে শুরু হয় ক্যারিয়ার।

ছোট্ট লতার প্রথম দিনের উপার্জন ছিল মাত্র ২৫ রুপি। তবে জীবনের শেষ দিনে তাঁর রেখে যাওয়া সম্পত্তির পরিমাণ শুনলে অবাক হবেন সবাই।

ভারতের মধ্য প্রদেশের ইন্দোরে জন্ম লতা মঙ্গেশকর। ১৩ বছর বয়সেই বাবাকে হারান। তারপর পরিবারের ভরণ-পোষণের সমস্ত দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে।

পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি বড়। ছোট তিন বোন উষা, মীনা আশা ভোঁসলে ও ভাই হৃদয়নাথ।

হিন্দুস্তান টাইমসের তথ্যমতে, কেবল গানের মেধাস্বত্ব থেকেই মাসে ৪০ লক্ষ রুপি আয় করতেন সুরসম্রাজ্ঞী লতা। বছরে পেতেন প্রায় ৬ কোটি রুপি।

একাধিক সূত্রে জানা গেছে, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩৭০ কোটি। এছাড়াও শৌখিন গাড়ির প্রতিও দুর্বলতা ছিল লতার। তাঁর প্রভুকুঞ্জে বাড়ির গ্যারাজেও অনেক দামি দামি গাড়ি দেখা যায়।

ক্যারিয়ারের শুরুতেই কিনেছিলেন একটি শেভরলে। এছাড়াও যশ চোপড়ার কাছ থেকে উপহার পান একটি মার্সেডিজ। একটি ক্রিসলার গাড়িও ছিল তাঁর।

কোটিপতি হলেও তিনি ছিলেন মাটির মানুষ। বড় বোনের মতো, মায়ের মতো স্নেহ করে কাছে টানতেন সবাইকে। জীবনযাপনেও তেমন বিলাসিতা দেখাননি কখনও।

রোববার ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর। মুম্বাইয়ের শিবাজি পার্কে আয়োজন করা হয় তাঁর শেষকৃত্যের। রাষ্ট্রীয় সম্মানে শেষ বিদায় নেন সুরসম্রাজ্ঞী।

Link copied!