• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

শিল্পকলায় ছোট পর্দার তারকাদের মিলনমেলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২, ১১:২০ এএম
শিল্পকলায় ছোট পর্দার তারকাদের মিলনমেলা

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘টেলিভিশন অভিনয় শিল্পীসংঘ’ নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচন কেন্দ্র করে শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল থেকে ভোটকেন্দ্রে আসতে শুরু করেন ছোট পর্দার শিল্পীরা। রংবেরঙের পোশাক আর জাঁকজমকপূর্ণ সাজসজ্জায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিণত হয়েছে তারকাদের মিলনমেলায়। 

সকাল ৮টা থেকেই এই ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট পর্দার নাট্যশিল্পীদের পদচারণে মুখর হয়ে উঠেছে শিল্পকলা। নতুন-পুরোনো নির্মাতা, অভিনেতা-অভিনেত্রীরা একসঙ্গে ভোট দিচ্ছেন। নির্বাচনকে ঘিরে ছোট পর্দার শিল্পীদের এমন মিলনমেলাকে ইতিবাচকভাবে দেখছেন নির্বাচনী প্রার্থীরাও।

সভাপতি প্রার্থী আহসান হাবীব নাসিম জানান, ‘গণতান্ত্রিকভাবে একটা নির্বাচন হতে যাচ্ছে। সত্যি বললে, এ নির্বাচনে কেউ হারবে না। আমি এ সংগঠনকে সরকারিভাবে নিবন্ধন করেছি। শিল্পীদের জন্য জরুরি কল্যাণ তহবিল গঠন করেছি। শিল্পীদের কর্ম পরিবেশ, নিরাপত্তা, শুটিংয়ের সময় নির্ধারণ করে দিয়েছি। আবার বিজয়ী হলে অগ্রজদের নিয়ে প্রতি ৩ মাসে একটি করে হলেও মতবিনিময় সভার আয়োজন করব।’

আরেক সভাপতি প্রার্থী শাহাদাৎ হোসেন নিপু বলেন, ‘আমি বিজয়ী হলে শিল্পীদের বিমার আওতায় আনার চেষ্টা করব। শিল্পীদের সঙ্গে যোগাযোগ বাড়াব। সবাই নেতা হতে পারে না। নেতৃত্ব দেওয়ার যোগ্যতাও সবার থাকে না। তবে আমরা সবাই কর্মী। কোনো নাট্য কর্মীকে অবহেলা করা যাবে না। অবহেলার চোখেও দেখা যাবে না।’

এদিকে উৎসবমুখর পরিবেশে ভোট দিলেন অভিনেতা ডা. এজাজ। ভোট দেওয়া শেষে ডা. এজাজ বলেন, ‘চমৎকার পরিবেশ। পরিচালক, প্রযোজক, অভিনেতারা এসেছেন। একটা উৎসব আমেজ চারদিকে। পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছি। অভিনয় শিল্পী সংঘ আমাদের মানুষদের প্রিয় একটি সংগঠন। সুন্দর নেতৃত্বে এ শিল্পের উন্নয়নে কার্যকরী থাকবে এই প্রত্যাশা করি।’

ডা. এজাজ আরও বলেন, ‘অনেক দিন ধরেই আমাদের এ নির্বাচন হয়ে আসছে। তবে এবারেরটা একটু ব্যতিক্রমধর্মী মনে হচ্ছে। এ পদে যারা লড়াই করছেন তারা সবাই অনেক যোগ্যতাসম্পন্ন।’

এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন অভিনেতা আহসান হাবীব নাসিম ও শাহাদাৎ হোসেন নিপু। এর মধ্যে নাসিম গত কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছেন। সভাপতি ছিলেন শহীদুজ্জমান সেলিম। এবার তিনি নির্বাচন করছেন না। তাই সভাপতি প্রার্থী নাসিম। এছাড়া সহসভাপতি তিনটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন দিলু মজুমদার, তানিয়া আহমেদ, আনিসুর রহমান মিলন, সেলিম মাহবুব ও ইকবাল বাবু।

এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ছেন রওনক হাসান ও কবীর টুটুল। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নাজনীন হাসান চুমকি, শামীমা তুষ্টি ও জামিল হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন সাজু খাদেম, তুষার মাহমুদ ও জুলফিকার চঞ্চল। আইন ও কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ঊর্মিলা শ্রাবন্তী কর ও রওনক বিশাখা শ্যামলী।

কার্যনির্বাহী সাতটি সদস্য পদের জন্য প্রার্থী হয়েছেন ২০ জন। তারা হলেন আবুল কালাম আজাদ, আশরাফ কবির, আইনুন নাহার পুতুল, আশরাফুল আলম খান, এ এ এম গোলাম কিবরিয়া, খালেদ আহমেদ সালেহীন, নুরুন নাহার বেগম, মরিয়ম সরকার, মাসুদ আলম তানভীর, মিজানুর রহমান, আব্দুল হান্নান আখন্দ, আমিনুল বারী, মৌসুমী হামিদ, রেজাউল করিম সরকার, শামস সুমন, শ্যামল জাকারিয়া, স্মরণ কুমার সাহা, সংগীতা চৌধুরী, সূচনা সিকদার ও হাফিজুর রহমান।

এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন প্রবীণ অভিনেতা খায়রুল আলম সবুজ। নির্বাচন কমিশনার হিসেবে তার সঙ্গে রয়েছেন নরেশ ভূঁইয়া ও মাসুম আজিজ। এছাড়া আপিল বোর্ডের দায়িত্বে আছেন আরেক প্রবীণ অভিনেতা মামুনুর রশীদ এবং আইনজীবী জুয়েল। তারা সবাই অভিনয় শিল্পীসংঘের সদস্য।

Link copied!