• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বিজয়ের সৌরভ ছড়িয়ে পড়ুক পৃথিবীর আনাচে-কানাচে: শাকিব খান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২১, ০১:১৫ পিএম
বিজয়ের সৌরভ ছড়িয়ে পড়ুক পৃথিবীর আনাচে-কানাচে: শাকিব খান

সুপারস্টার শাকিব খান এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে তিনি অবকাশ যাপন করছেন। পাশাপাশি হাতে থাকা সিনেমার ডাবিং করছেন। সেই সঙ্গে করছেন নতুন ছবির পরিকল্পনা। তাই এবার দেশে বিজয় দিবস উদযাপন করতে পারছেন না। সেকারণে গত বছরে নির্মিত স্মৃতিসৌধে ফুল দেওয়ার একটি ভিডিও প্রকাশ করে দেশবাসিকে বিজয়ের শুভেচ্ছা জানান।

মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে এক ভিডিও বার্তায় শাকিব খান বলেন, “এই বিজয় দিবসে আমাদের দৃঢ় শপথ হবে নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে নিজেদের প্রতিটি সেক্টরে বিজয়ী হওয়া।”

এ সময় তিনি বিজয়ের সৌরভ সারা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি মনে করেন, এতে করে বিশ্বে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে। শহীদের রক্তের বিনিময়ে পাওয়া দেশটির প্রতি মানুষের আগ্রহ আরও বাড়বে।

শাকিব খান বলেন, “১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধারা আমাদের হাতে যে বিজয় তুলে দিয়েছিলেন, সেই বিজয়ের সৌরভ আমরাই পৌঁছে দেব পৃথিবীর আনাচে-কানাচে। বাংলাদেশ নামের একটি ফুলের গন্ধে সুরভিত হোক গোটা পৃথিবী। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।”

Link copied!