• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ডিস্কো গান থেকে রাজনীতি: বাপ্পী লাহিড়ীর বর্ণাঢ্য জীবন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০৮:৩৩ পিএম
ডিস্কো গান থেকে রাজনীতি: বাপ্পী লাহিড়ীর বর্ণাঢ্য জীবন

ভারতে ডিস্কো গানের প্রবর্তক বলা হয় তাকে। ‘ডিস্কো ড্যান্সার’ ছাড়াও ‘চলতে চলতে'আর ‘শারাবির’ মতো জনপ্রিয় সব গান গেয়ে জয় করেন কোটি মানুষের মন। সুরকার হিসেবেও খ্যাতি লাভ করেন এই শিল্পী।

বিখ্যাত গায়ক দম্পতি অপরেশ আর বাঁশরী লাহিড়ীর ছেলে অলোকেশ লাহিড়ী। তবে বাপ্পী লাহিড়ী নামেই বেশি পরিচিতি ছিল তাঁর।

মাত্র চার বছর বয়সে লতা মঙ্গেশকারের গানে তবলা বাজিয়ে সকলের নজর কাড়েন অলোকেশ। তখন থেকেই ডাক নাম বাপ্পীতেই বলিউডে সুনাম ছড়িয়ে পরে তাঁর। কেবল গানের গলা নয়, গলায় আর হাতে স্বর্ণের অলঙ্কারের জন্যেও বিখ্যাত ছিলেন বাপ্পী লাহিড়ী।

বিবিসি জানায়, উনিশশো বিরাশি সালে মুক্তি পাওয়া মিঠুন চক্রবর্তীর হিন্দি সিনেমা ডিস্কো ড্যান্সারের গান ‘আই অ্যাম এ ডিস্কো ড্যান্সারের’ মাধ্যমে কণ্ঠশিল্পী হিসেবে আকাশচুম্বী জনপ্রিয়তা পান। তখন থেকেই তাঁর হয় বলিউডের ‘ডিস্কো কিং’।

১৯৮১ সালে ‘জ্যোতি’ সিনেমায় তাঁর ‘কলিয়োঁ কা চমন’ গান যুক্তরাষ্ট্রের বিলবোর্ডের শীর্ষ ৪০ গানের তালিকায় স্থান করে নেয়।

২০০৪ সালে রাজনীতিতে যোগ দেন বাপ্পী লাহিড়ী। সেবছর কংগ্রেসের হয়ে প্রচার শুরু করেন। যদিও ২০১৪ সালে যোগ দেন বিজেপিতে। তবে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে পরাজিত হন হুগলির বিজেপি প্রার্থী বাপ্পী লাহিড়ী।

বুধবার মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ী। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

Link copied!