বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য এখনও সমাধান হয়নি। কয়েক বছর বলিউড ক্যারিয়ারে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। যে কারণে তাঁর বিদায় মেনে নিতে পারেনি কেউ। ২০২০ সালের ১৪ জুন আচমকা পৃথিবী ছেড়ে উড়াল দেন সুশান্ত।
মহাকাশের জাগতিক বিষয় নিয়ে সুশান্তের বিশেষ আগ্রহ ছিলো। তাঁর স্মৃতি ধরে রাখতে এবার করা হয়েছে বিশেষ আয়োজন। ২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণ রাত ‘সুশান্ত মুন’ করা হয়েছে।
‘লুন সোসাইটি ইন্টারন্যাশনাল’ সম্প্রতি ২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণকে সুশান্ত মুন ঘোষণা করেছে। সংস্থাটির ওয়েবসাটে লেখা হয়েছে ২০২৩ সালের ২১ জানুয়ারি ‘সুশান্ত লুন’ উৎযাপন করা হবে।
অবাক করার বিষয় আগামী বছর সুশান্তের জন্মদিনের সময় পৃথিবী সূর্যের কাছাকাছি চলে আসবে। লুন সোসাইটি সিদ্ধান্ত নিয়েছে প্রতিবছরের প্রথম চন্দ্রগ্রহণ ‘সুশান্ত মুন’।
ভারতীয় অভিনেতাদের মধ্যে একমাত্র সুশান্তই চাঁদে জমি কিনেছিলেন। এছাড়া বলিউড বাদশা শাহরুখ খানও তার এক ভক্তের কাছ থেকে চাঁদের এক টুকরো জমি উপহার পেয়েছিলেন।
চাঁদে অভিযানের কাহিনীর ওপর ভিত্তি করে ভারতীয় সিনেমা ‘চন্দ্র মামা ডোর কি’ সিনেমায় সুশান্তের অভিনয় করার কথা ছিলো। সে অনুযায়ী নাসা থেকে ট্রেনিংও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই সিনেমা আর আলোর মুখ দেখেনি।
অল্প কয়েকদিনের ক্যারিয়ারে সুশান্ত উপহার দিয়েছিলেন ‘কাই পো চে’, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘কেদারনাথ’, ‘ছিছোরে’র মতো দর্শক প্রিয় সিনেমা।