• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

গাঙ্গুবাই চলচ্চিত্রের ফাস্টলুক প্রকাশ করলেন অজয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২, ০৫:১৫ পিএম
গাঙ্গুবাই চলচ্চিত্রের ফাস্টলুক প্রকাশ করলেন অজয়

‘সঞ্জয় লীলা বানসালি’র ড্রীম প্রজেক্ট ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমার ফাস্টলুক প্রকাশ করলেন বলিউড অভিনেতা অজয় দেবগণ। পেক্ষাগৃহে ২৪ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পোবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা। আগামীকাল (৪ ফেব্রুয়ারি) সিনামাটির ট্রেইলর প্রকাশ পাওয়ার কথা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ফাস্ট লুক প্রকাশ করে অজয় ক্যাপশনে লিখেছেন, ‘আমরা আসছি নতুন করে ইতিহাস গড়তে।’

ফাস্টলুকে অজয়কে গ্রে-কোর্ট, সাদা প্যান্ট এবং কালো গ্লাস পরা অবস্থায় দেখা যায়। এসময় তিনি একটি গাড়ীর উপর বসে ছিলেন। এই সিনেমায় ক্যামিও চরিত্রে অজয়কে প্রায় ২০ মিনিট দেখা যাবে।

গাঙ্গুবাই ছবিতে আরও অভিনয় করেছেন আলিয়া ভাট। তার প্রেমিক চরিত্রে অভিনয় করেছে শান্তনু মুহেশওয়ারী। এই সিনেমাটি হুসাইন জায়েদির ‘মাফিয়া কুইন অব মুম্বাই’ বইয়ের ছায়া অবলম্বনে নির্মাণ করা হয়েছে। ‍

Link copied!