• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

করোনায় আক্রান্ত হয়ে ঢালিউড তারকারা যেমন আছেন!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২২, ০৩:৫৪ পিএম
করোনায় আক্রান্ত হয়ে ঢালিউড তারকারা যেমন আছেন!

সারা বিশ্বেই আবারো করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশেও করোনার সংক্রামণ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের বিনোদন অঙ্গন ঢালিউডেও। গত বছর ডিসেম্বর থেকে শুরু করে বেশি কিছু তারকা করোনায় আক্রান্ত হয়েছেন। এক নজরে দেখে নেব করোনায় আক্রান্ত হয়ে ঢালিউডের তারকারা যেমন আছেন-

পূর্ণিমা: ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২২ জানুয়ারি) সামাজিক মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে খবরটি জানান এই অভিনেত্রী নিজেই। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী তার পোস্টে লেখেন, পজিটিভ। সঙ্গে মুখে মাস্ক পরিহিত একটি ইমোজি যুক্ত করেছেন। 

ফেরদৌস: বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে করোনায় আক্রান্ত হয়েছেন ঢালিউড অভিনেতা ফেরদৌস আহমেদ। বর্তমানে বাড়ীতেই অবস্থান করছেন ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত এই শিল্পী। যে কারণে তাকে বাইরে দেখা যাচ্ছে না।

মিথিলা: স্বামী সৃজিত মুখার্জী ও কন্যা আইরা খানের পর এবার করোনায় আক্রান্ত হন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। ৬ জানুয়ারি নমুনা পরীক্ষা করালে শুক্রবার মিথিলা জানতে পারেন যে, তিনি কোভিড পজিটিভ! গণমাধ্যমকে তিনি বলেন, ‘বেশ কয়েকদিন থেকে আমার করোনার লক্ষণ দেখা যাচ্ছিল। ৩ দিন আগে করোনা পরীক্ষা করাই। তখন রিপোর্ট নেগেটিভ আসে। পরে আবারো পরীক্ষা করতে দিলে পজিটিভ রিপোর্ট এসেছে।’

শাবনূর: ঢালিউড অভিনেত্রী শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়ার বসবাস করছেন। ২০২১ সালের ২৭ ডিসেম্বর সিডনির একটি হাসপাতালে এক্স-রে করাতে যান। হাসপাতালের যাবতীয় কাজ শেষে নিজে গাড়ি চালিয়ে সিডনির বাসায় ফেরেন। বাসায় ঢুকতেই হাসপাতাল থেকে ফোন করে জানানো হয়, করোনায় আক্রান্ত হয়েছেন শাবনূর।

সোহেল রানা: ঢালিউডের প্রখ্যাত অভিনয় শিল্পী সোহেল রানা অসুস্থ হয়ে গত ২৫ ডিসেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে পরীক্ষা করালে তার করোনা ধরা পড়ে।

আসাদুজ্জামান নূর: জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর এক মাসের ব্যবধানে দুইবার করোনায় আক্রান্ত হয়েছেন। গত ১৬ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূর। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে ২০২০ সালের ডিসেম্বরে করোনায় আক্রান্ত হয়েছিলেন আসাদুজ্জামান নূর।

Link copied!