ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর করোনায় আক্রান্ত হয়েছেন। অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক সংবাদ প্রকাশকে বলেন, “কয়েক দিন ধরেই শাবনূরের সর্দি-জ্বরে ভুগছিলেন। পরীক্ষা করার পর দুই দিন আগে তার করোনা পজিটিভ আসে। গতকাল থেকে তার কিছুটা শ্বাসকষ্ট শুরু হয়। তাই হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তিনি ভালো আছেন, সবাই তার জন্য দোয়া করবেন।”
কয়েক বছর ধরেই ছেলে আইজানকে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়িকা শাবনূর। তার পরিবারের অন্য সদস্যরাও সিডনিতে থাকেন। ২৯ ডিসেম্বর ছেলের জন্মদিনে থাকতে পারেননি শাবনূর।
সিনেমায় অভিষেকের পর নব্বইয়ের দশক থেকে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। দেশের প্রথম সারির নায়িকা হিসেবে ২০১০ সাল পর্যন্ত টানা অভিনয় করেন শাবনূর। ১৯৯৩ সালে প্রয়াত নির্মাতা এহতেশামের ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।
১৯৯৪ সালে জহিরুল হকের ‘তুমি আমার’ চলচ্চিত্রে সালমান শাহ’র বিপরীতে প্রথম অভিনয় করেন শাবনূর। এই চলচ্চিত্রটির পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। একের পর এক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়েছেন ঢালিউডের এই নায়িকা।
সালমান-শাবনূর জুটি বেঁধে ১৪টি সিনেমায় অভিনয় করেন। যার প্রতিটিই দর্শকপ্রিয়তা পায়। সালমানের মৃত্যুর পর চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, মান্না ও শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন শাবনূর। ২০১২ সালের ২৮ ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদ হৃদয়ের সঙ্গে ঘর বাঁধেন শাবনূর। তবে বনিবনা না হওয়ায় ২০২০ সালের ২৬ জানুয়ারি তাদের বিচ্ছেদ হয়।