একসঙ্গে অভিনয় করতে চলেছেন তাহসান খান ও আজমেরি হক বাঁধন। সিনেমার নাম ‘অ্যা ব্লেসড ম্যান’। এটি পরিচালনা করবেন সাদিক আহমেদ। এমন তথ্য নিশ্চিত করেছেন তাহসান। বাঁধনও ফেসবুক লাইভে এসে বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন সিনেমা প্রসঙ্গে বাঁধন বলেন, “একটা নতুন ছবিতে কাজ করতে যাচ্ছি। খুব সুন্দর গল্পটি। আর আমার চরিত্রটি অসাধারণ। তাহসান খানের সঙ্গে কাজ করবো এখানে। সব মিলিয়ে বেশ উপভোগ করছি ব্যাপারটা।”
তাহসান খান বলেন, “সুন্দর একটি গল্পের সিনেমা এটি। দর্শক মুগ্ধ হবেন। বাঁধনের সঙ্গে অভিনয় করছি। সে খুব ভালো অভিনেত্রী। ভালোকিছু হতে যাচ্ছে।”
তবে কবে নাগাদ সিনেমার শুটিং শুরু হবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নতুন বছরে ছবির কাজ শুরু হবে।
এদিকে বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ দ্বিতীয় সপ্তাহের মতো সিনেমা হলে চলছে। মুক্তির পর প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। এ ছাড়া সম্প্রতি বলিউডের ‘খুফিয়া’ সিনেমায় অভিনয় করেছেন। নেটফ্লিক্সে মুক্তি পাবে সিনেমাটি।