বলিউডে সালমান খানের ফিটনেস নিয়ে সব সময় চর্চা হয়ে থাকে। বয়স ৫৭ পার হলেও, এখনো বলিউডের তরুণ তারকাদের সঙ্গে সমানতালে টেক্কা দিয়ে যাচ্ছেন। এই অভিনেতা তার ওয়ার্কআউট রুটিন সম্পর্কে খুব বিশেষ মনোযোগী।
স্বাস্থ্য সচেতন হওয়ার পরও সালমান একসময় ‘ট্রাইজেমিনাল নিউরালজিয়া’ নামে একটি স্নায়ুবিক ব্যাধিতে ভুগেছিলেন। যাকে ‘আত্মহত্যা রোগ’ও বলা হয়। এই রোগে আক্রান্ত রোগীরা প্রচণ্ড ব্যথায় আত্মহত্যা প্রবণ হয়ে ওঠেন।
দুবাইতে ২০১৭ সালে 'টিউবলাইট' সিনেমার একটি গান প্রকাশের সময় এই রোগটি নিয়ে প্রথম কথা বলেছিলেন সালমান। জানিয়েছিলেন এই রোগের জন্য যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিয়েছিলেন।
অনলাইনে শেয়ার করা একটি ভিডিওতে সালমান বলেছিলেন, “আমি ট্রাইজেমিনাল নিউরালজিয়া নামক স্নায়ুর সমস্যায় ভুগেছিলাম। কথা বলতে সমস্যা ছিল। চোয়াল খুললেই প্রচণ্ড ব্যথার অনুভূতি হতো।’’
এই অভিনেতা আরও বলেন,‘‘এই ব্যথা এতটাই যন্ত্রণাদায়ক যে অনেক রোগী এজন্য আত্মহত্যারও করে।’’
তিনি আরও জানান, আমার কণ্ঠে কর্কশতা রয়েছে। সেটা আমি মদ্যপান করি বলে নয়। এটি এই অসুস্থতার কারণে।
এদিকে সালমানকে পরবর্তীতে ক্যাটরিনা কাইফ এবং ইমরান হাশমির সঙ্গে ‘টাইগার-৩’ সিনেমায় দেখা যাবে। সেই সঙ্গে জ্যাকলিন ফার্নান্দেজের সাথে ‘কিক-২’ এবং পূজা হেগড়ের সঙ্গে ‘কভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমার কাজও করছেন তিনি।