• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

টিক্কা খানের লুকে দেখা দিলেন জায়েদ খান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৩, ০৬:২৫ পিএম
টিক্কা খানের লুকে দেখা দিলেন জায়েদ খান
টিক্কা খান- জায়েদ খান। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাতে ‘বাংলার কসাই’ খ্যাত টিক্কা খানের চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান।  

সিনেমাতে অভিনয় প্রসঙ্গে জায়েদ খান সংবাদমাধ্যমকে বলেন,  “এই সিনেমায় আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। যেখানে আমাকে খুবই নিষ্ঠুর চরিত্রে দেখা যাবে। টিক্কা খানের নিষ্ঠুরতা, বর্বরতা এতই ভয়ানক ছিল যে সেটা ফুটিয়ে তুলতে আমাকে বেগ পেতে হয়েছে। তারপরও আমি চেষ্টা করেছি।”

জানা গেছে, বুধবার (১৩ সেপ্টেম্বর) টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বায়োপিক “মুজিব: একটি জাতির রূপকার”।

শ্যাম বেনেগালের পরিচালনায় সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। অন্যদিকে  ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও অভিনয় করেছেন, নুসরাত ফারিয়া, ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, রিয়াজ, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ অনেকে।

Link copied!