• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ডিপজলের প্যানেলে সম্পাদক পদে মনোনয়ন পাচ্ছেন না জায়েদ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩, ০৮:৪৫ পিএম
ডিপজলের প্যানেলে সম্পাদক পদে মনোনয়ন পাচ্ছেন না জায়েদ
ছবি : সংগৃহীত

আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। তবে জাতীয় নির্বাচনের জন্য সময়টা এদিক-সেদিক হতে পারে। নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা না করা হলেও ইতোমধ্যে প্যানেল গুছিয়ে নিচ্ছেন প্রার্থীরা। এবার সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মনোয়ার হোসেন ডিপজল।

সম্প্রতি এক গণমাধ্যমকে ডিপজল জানান, তার প্যানেল প্রস্তুত। এতে থাকছে নানা চমক। কিন্তু সেই কী, তা জানাননি।

শিল্পী সমিতির তিন বারের সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের সঙ্গে ডিপজলের সুসম্পর্ক রয়েছে। এবার তাকে প্যানেলে রাখা হবে কি না, এমন প্রশ্নের জবাবে ডিপজল বলেন, “জায়েদ খান জুনিয়র ছেলে। ও আমার কমিটিতে থাকবে। তবে সেক্রেটারি আমি এখনো চিন্তা করি নাই। তবে যে আসবে, ভালোই আসবে। নতুন কাউকে নিয়ে আমি চিন্তা করব।”

শোনা যাচ্ছে, তার প্যানেলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে পারেন মৌসুমী। এ বিষয়ে ডিপজল বলেন, “মৌসুমী আসতে পারে। রুবেলও আসতে পারে। তারা দুইজনেই ফিফটি-ফিফটি। পুরো হান্ড্রেড কাউকে ধরি নাই। তবে যাকে নেব সবাই খুশি হবে, আমার মনে হয়।”

শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচন করেন ডিপজল। বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।

Link copied!