• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬

হঠাৎ তীব্র শীতে কাদা পানিতে গড়াগড়ি জায়েদ খানের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২২, ০২:৫৯ পিএম
হঠাৎ তীব্র শীতে কাদা পানিতে গড়াগড়ি জায়েদ খানের

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। বাংলাদেশের অভিনয় শিল্পীদের সংগঠন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নিপুণের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করে বেশ আলোচনা-সমালোচনায় পড়েছিলেন তিনি। যা এখনো চলছে।

এদিকে বেশ কিছুদিন ধরে অভিনয়ের বাইরে ছিলেন জায়েদ খান। এবার সেই বিরতি ভেঙে আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। খোঁজ নিয়ে জানা যায়, ‘সোনার চর’ নামের একটি সিনেমার শুটিং করতে বর্তমানে পিরোজপুর অবস্থান করছেন এই অভিনেতা। সেই শুটিং এর একটি দৃশ্যে দেখা যায়, তীব্র শীতে কাদা পানিতে গড়াগড়ি করছেন।

সিনেমাটি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সিনেমাটিতে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছি। আগেরবার শুটিংয়ের সময় বাবা-মা বেঁচে ছিলেন। এবার শুটিংয়ে তাঁরা নেই। এজন্য মনটা ভালো না’।

বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসার সময়ের গল্প নিয়ে সাজানো হয়েছে ‘সোনার চর’ সিনেমাটি।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহিসহ অনেকে। সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হাসান।

 

 

Link copied!