• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

আবার কাকে বিয়ে করলেন অপু বিশ্বাস?


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৩, ০৬:১৮ পিএম
আবার কাকে বিয়ে করলেন অপু বিশ্বাস?
অপু বিশ্বাস, ছবি: সংগৃহীত

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর থেকে অনেকেই আশা করেছিলেন, আবারও হয়তো শাকিবের সংসারে ফিরছেন অপু বিশ্বাস। কিন্তু রোববার (১৩ আগস্ট)  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টকে ঘিরে সেই সম্ভাবনা উড়ে গেল।

এক ফেসবুক পোস্টে অপু বিশ্বাস লেখেন,“গট ম্যারেড।”

এদিকে ঢালিউড কুইনের এমন পোস্ট দেখে ভক্তদের মধ্যে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। যদিও ৫ মিনিটের মাথায় পোস্টটি মুছে দেন অপু বিশ্বাস নিজেই।

হঠাৎ এমন পোস্টের বিষয়ে অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ফান করেছি। মজার ঘটনা ঘটে গেছে। হ্যাক হয়নি। আমি নিজেই এই অঘটন ঘটিয়েছি! ইনফো চেক করতে গিয়ে ভুলে এটা হয়েছে। দ্রুতই সরিয়ে নিয়েছি। এর জন্য আমি সবার প্রতি দুঃখিত।”

২০০৮ সালের ১৮ এপ্রিলে গোপনে ঘর বাঁধেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই দিন সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু। এরপর ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্যজীবনের ইতি টানেন সাবেক এই তারকা জুটি।

 

Link copied!