• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

কী করছেন ‘হাওয়া’র নায়িকা তুষি?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১২, ২০২৪, ১১:৪১ এএম
কী করছেন ‘হাওয়া’র নায়িকা তুষি?
নাজিফা তুষি। ছবি: সংগৃহীত

নাজিফা তুষি। এই সময়ের আলোচিত অভিনেত্রী। ‘হাওয়া’র সুবাদে বেড়েছে তুষির কিছু অনুরাগী, ফেসবুক-ইনস্টাগ্রামে বেড়েছে অনুসারী। তাকে এখন সেখানেই বেশি পাওয়া যায়। নানা রূপে তুষিকে চড়ে বেড়াতে দেখা যায় অরণ্য, জল ও জঙ্গলে।কিী করছেন হাওয়ার এই নায়িকা? যোগাযোগ করা হলে জানান, নোয়াখালি। তুষির গ্রামের বাড়ি নোয়াখালি! রসিকতা করে নিজেই বললেন, ‘কাজ নাই, খালি খালি ঢাকায় কী করব, তাই এসেছি নোয়াখালি।’
কাজ নেই তবু ভীষণ ব্যস্ত সময় পার করছেন ‘হাওয়া’র নায়িকা নাজিফা তুষি। সম্প্রতি ব্যয়ামাগারে ঘাম ঝড়াতে দেখা গেছে তাকে। সেখানে কালো রঙের লেগিংস, স্পোর্টস ব্রা ও সাদা কেডসে দারুণ আবেদনময়ী লাগছে তুষিকে। ব্যায়াম করার ভিডিও কেন ইনস্টাগ্রামে দিয়েছেন, সেটা বলে দিতে হয়নি। ওই ভিডিও মূলত বিজ্ঞাপন। ফিটনেস প্রশিক্ষক রুসলান হোসেনের সঙ্গে নতুন একটি অনুষ্ঠান করছেন এই অভিনেত্রী
‘হাওয়া’ সিনেমার গুলতি চরিত্রে অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেছিলেন তুষি। দর্শক ভেবেছিল, এ রকম হিট ছবির পর তুষিকে একের পর এক নতুন কাজে দেখা যাবে। অথচ গত দুবছর সিনেমায় নেই তিনি। এ প্রসঙ্গে তুষি বলেন, ‘এসব আমার হাতে নেই। আমি তো কাজ করতেই চাই। আমার কাছে যেসব চিত্রনাট্য আসে, সেগুলোর নব্বই ভাগই পছন্দ হয় না। হয় গল্প পছন্দ হয় না, নয়তো পরিচালক পছন্দ হয় না অথবা নিজের চরিত্রটাই পছন্দ হয় না। অনেক সময় টিমের ওপর আস্থা রাখতে পারি না। কাজ করলে তো করাই যাই। কিন্তু তৃপ্তি নিয়ে কাজ করা যায় না। এ জন্য ভালো কাজের অপেক্ষায় থাকি। কথায় আছে না, সবুরে মেওয়া ফলে। “আইসক্রিম”, “নেটওয়ার্কের বাইরে”, “সিন্ডিকেট” ও “হাওয়া” সেই সবুরের মেওয়া।’

জানা গেছে, তরুণ নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের একটি নতুন সিনেমায় কাজ শেষ করেছেন নাজিফা তুষি। সাদের বিচক্ষণ জনসংযোগ কর্মচারীরা নিপুনভাবে চেপে রেখেছেন সে খবর। এ ব্যাপারে কোনোভাবেই মুখ খুলছেন না ছবির নায়িকা তুষিও। নিজের কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘বেশ কয়েকটা কাজ করেছি। সেসব নিয়ে এখন কিছু বলতে পারছি না। প্রযোজনা প্রতিষ্ঠানের শক্ত বারণ আছে।’

২০১৪ সালে এক সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়ে বিনোদন অঙ্গনে আসেন নাজিফা তুষি। নাম লেখান বিজ্ঞাপন, মিউজিক ভিডিওতে। টিভি অনুষ্ঠান সঞ্চালনা করলেও টিভিনাটকে অভিনয় করেননি কখনও। লক্ষ্য ছিল সিনেমা। ২০১৬ সালে রেদওয়ান রনির পরিচালনায় ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় তার। এতে তার বিপরীতে অভিনয় করেন শরিফুল রাজ ও কুমার উদয়। এরপর দীর্ঘ বিরতির পর ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’তে অভিনয় করেন তুষি। ছবিটি মুক্তির পর দারুণ প্রশংসা কুড়ান তিনি ও তার সহশিল্পীরা। ২০২২ সালে মুক্তি পায় মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’।

 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!