• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

সৎ পথে টাকা রোজগার করতে চাই: সোহিনী সরকার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ১২:২২ পিএম
সৎ পথে টাকা রোজগার করতে চাই: সোহিনী সরকার

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার সম্প্রতি নিজের অভিনয় ও ব্যক্তিগত জীবন নিয়ে সরল দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। দেবের বিপরীতে ‘রঘু ডাকাত’ সিনেমায় অভিনয়ের পর আলোচনায় থাকা সোহিনী বলেন, তিনি নিজের ক্যারিয়ারের সাফল্য নিয়ে অতিরিক্ত মাতামাতি করতে বিশ্বাসী নন।

ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেন, “কী অসাধারণত্ব আছে? ইএমআই সময়মতো দিতে না পারলে ব্যাংকের লোক এসে যায়, বাড়ির কর্মীদের দায়িত্ব রয়েছে, মায়ের ওষুধের খরচ আছে। এসব দায়িত্বের মাঝেই আমি সাধারণ মানুষ। আমার নেই কোটি কোটি টাকা, না কোটি টাকার বাংলো বা গাড়ি। আছে শুধু চারটে ফিতে কাটার ‘ইভেন্ট’। তবুও সৎ পথে জীবন যাপন করাই আমার লক্ষ্য।”

তিনি আরও উল্লেখ করেন, “অমিতাভ বচ্চন সফল হয়েও দেউলিয়া হওয়ার অভিজ্ঞতা পেয়েছেন। তাই সাফল্য নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয়। জীবনও গীতার মতোই সুখ-দুঃখের চক্রে আবর্তিত হয়। উঠবে আবার পড়তে হবে।”

সোহিনী সরকার অনুরাগীদের বার্তা দিয়েছেন, যে কোনো সাফল্যই অর্জিত হোক, সংযম, বাস্তববোধ এবং দায়িত্ববোধ বজায় রাখা অপরিহার্য।

Link copied!