• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

হিন্দি সিনেমায় পা রাখছেন উরফি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৪, ০১:১১ পিএম
হিন্দি সিনেমায় পা রাখছেন উরফি
উরফি জাভেদ। ছবিঃ সংগৃহীত

অদ্ভূত সব পোশাকের কারণে সব সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকেন শোবিজের স্টাইলিশ তারকা উরফি জাভেদ। অদ্ভুত সব পোশাকের কারণে নানা ঝামেলায় পড়লেও এসবকিছুকে পাত্তা দেন না উরফি এখন শোনা যাচ্ছে খুব শিগগিরই তিনি পা রাখতে যাচ্ছেন বলিউডে।

হিন্দি সিনেমাতে অনেক দিন ধরেই অভিনয় করতে চাইছিলেন উরফি। অবশেষে সেই সুযোগ পেয়েছেন তিনি। আগামী মাসে মুক্তি পাচ্ছে ‘লাভ সেক্স অউর ধোকা’র সিক্যুয়েল।

শোনা যাচ্ছে, এই সিনেমাতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন উরফি। এর আগে জানা গিয়েছিল, সিনেমাতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তুষার কাপুর ও মৌনী রায়। এবার উরফি সেখানে কোন চমক হাজির করেন, সেটাই দেখার জন্য অপেক্ষায় প্রহর গুনছেন সিনেমাপ্রেমীরা।

সিনেমার বিষয়বস্তুর কথা চিন্তা করেই নির্মাতারা এক জন সমাজমাধ্যম প্রভাবীর চরিত্র নির্মাণ করেছেন। সব দিক বিবেচনা করে, তারা উরফিকেই পছন্দ করেন।

বিতর্ককে কখনোই দিন পাত্তা দেননি উরফি, সেটা নিজের কাজেকর্মে বুঝিয়ে দেন তিনি। এ বার অভিনয়ে তিনি ভক্তদের মন জয় করে নিতে পারবেন কি না, সেটাই দেখার।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!