• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৬

এ আর রহমানের আজ জন্মদিন, অসাধারণ কিছু তথ্য


আরাফাত শান্ত
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩, ০১:৪৭ পিএম
এ আর রহমানের আজ জন্মদিন, অসাধারণ কিছু তথ্য

অমানুষিক পরিশ্রম করেন প্রতিটি গানের পেছনে, একটি গানই ৩০-৪০ বার তৈরি করার পরও ভালো না লাগলে আবার নতুন করে শুরু করেন। তার বাসায় একমাত্র পরিচালক মনিরত্নম ছাড়া আর কারও প্রবেশাধিকার নেই।

ছোটবেলা থেকেই বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী ছিলেন এর আর রহমান। এই জন্য ওনার ঠিকমতো পড়াশোনা হয়নি। বাবার অকালপ্রয়াত হওয়ার কারণে এটাই ছিল তার পেশা। তবে কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা ছিল তার।

এশিয়ার আর কেউ দুটি অস্কার পাননি। ২৯টা ফিল্মফেয়ার আর ৪টা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। আর হাবিজাবি নানান ঝাংক অ্যাওয়ার্ড পেয়েই চলছেন।

কানাডার এক রাস্তা আছে তার নামে। ওবামা আমলে হোয়াইট হাউসে দাওয়াত পেয়েছেন।

আন্তর্জাতিকভাবে তিনি অত্যন্ত জনপ্রিয়। ইনফ্লুয়েনশিয়াল পিপলদের লিস্টেও নাম ছিল। মিক জ্যাগার থেকে শুরু করে ড্যাভ স্টুয়ার্ট, জোস স্টোন এদের সঙ্গে কাজ করেছেন। জিনেদিন জিদান অভিনীত এক ফ্রেঞ্চ পানির বিজ্ঞাপনেও ছিল তার কাজ। আর এয়ারটেলের সিগনেচার টোন তো ওয়ার্ল্ড রেকর্ড। দুনিয়াতে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া টোন।

রজনীকান্ত আর শচীন টেন্ডুলকারের বন্ধুত্ব উপভোগ করেন। সাউথ ইন্ডিয়ার ডিরেক্টরদের প্রতি তার বিশেষ অনুগ্রহ আছে। এখনো তিনি তামিল তেলগু সিনেমায়0 কাজ করেন।

ছোটবেলাতেই ওয়ান্ডার কিড ছিলেন। দূরদর্শনের এক অনুষ্ঠানে চারটা কি-বোর্ড এক সঙ্গে বাজিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। পারিবারিক জীবন তার অত্যন্ত সাধারণ। ছেলেমেয়েদের সময় দেন। মায়ের পছন্দে বিয়ে করেন।

রাতে কাজ করার সময় ডোনাল্ড ট্রাম্পও যদি তাকে ফোন দেন, তিনি কল ধরেন না। তিনি কখনো নিজের জন্মদিন পালন করেন না।  সিন্ধু ভৈরবী রাগ তাঁর খুব পছন্দ।

কথা ছিল ‘রোজা’ সিনেমার জন্য তিনি নিজে টাকা নেবেন না। কিন্তু মনিরত্নম খুশি হয়ে তাকে ২৫ হাজার রুপির একটা পে চেক দেন। তার স্বপ্ন সেদিন পূরণ হওয়া শুরু করল। কিশোর বয়সেই মাত্র ৫০ রুপি পারিশ্রমিকে তিনি ইন্সট্রুমেন্ট প্লে করতেন। অনেক দিন ধরে তিনি বলিউডের দামি মিউজিক ডিরেক্টরদের একজন।

Link copied!