• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

নগ্নতায় আপত্তি রয়েছে, সমকামীতে নেই: নার্গিস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১১, ২০২৩, ১২:২২ পিএম
নগ্নতায় আপত্তি রয়েছে, সমকামীতে নেই: নার্গিস

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। ২০১১ সালে ‘রকস্টার’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন তিনি। এরপর ‘মাদ্রাজ ক্যাফে’, ‘ম্যায় তেরা হিরো’, ‘আজহার’, ‘হাউসফুল থ্রি’, ‘ঢিসুম’সহ আরও কিছু সিনেমায় অভিনয় করেন। সম্প্রতি বিনোদননির্ভর ওটিটি (ওভার দ্য টপ স্ট্রিমিং) প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন নার্গিস ফাখরি। এই মাধ্যমে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে আগ্রহ প্রকাশ করেছেন নার্গিস। তবে কোনো কিছুর জন্যই নগ্ন হতে তিনি রাজি নন এই অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে নার্গিস বলেন, ‘‘আমি মনে করি সিনেমা আমাকে অনেক পিছিয়ে রেখেছে। অনেক চরিত্রেই আমায় মানাতে পারে। আমি সেই সমস্ত চরিত্রে কাজ করতে চাই। তবে আমি কোনো প্রকল্পের জন্য কখনই নগ্ন হবো না। আমার নগ্নতা নিয়ে সমস্যা আছে। তবে আমি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে হলে আপত্তি করব না। সমকামীর চরিত্রে, কিংবা কোনো নারীর সঙ্গে বিবাহিত নারী হিসেবে দেখানো হলেও আমার সমস্যা নেই। অভিনেত্রী হিসেবে যেকোনো চরিত্রে মানিয়ে নেওয়াই আমার কাজ।’’

অভিনেত্রী আরও বলেন, ‘‘বহু মানুষই ওটিটি মাধ্যমে চোখ রাখতে এখনও অস্বস্তিতে ভোগেন। দর্শক কী দেখবেন, আর কী দেখবেন না, সেটা বেছে নেওয়ার অধিকার তাদের রয়েছে। তবে ওটিটিতে অনেক বিষয় রয়েছে, কারোর কোনো কিছু পছন্দ না হলে তিনি অন্যকিছু দেখতে পারেন। এটাই তো ওটিটি প্ল্যাটফর্মের সৌন্দর্য। এখানে অনেক বিকল্প আছে।’’

সমকামী ছবির প্রসঙ্গে নার্গিস বলেন, ‘‘এই বিষয়গুলো আজ সমাজে যথেষ্ট আলোচিত হচ্ছে। ফলে এই বিষয়গুলো নিয়ে আরও বেশি ছবি হওয়া উচিত বলেই মনে করেন নার্গিস।’’

 

 

Link copied!