• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

নতুন জেমস বন্ড হচ্ছেন অ্যারন টেইলর-জনসন!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২০, ২০২৪, ০৩:২৭ পিএম
নতুন জেমস বন্ড হচ্ছেন অ্যারন টেইলর-জনসন!
অ্যারন টেইলর-জনসন। ছবি সংগৃহীত

‘জেমস বন্ড’ সিরিজের সর্বশেষ সিনেমা ‘নো টাইম টু ডাই’ মুক্তি পেয়েছে ২০২১ সালে। এরপর তিন বছর পেরিয়েছে, নতুন ‘জেমস বন্ড’ সিনেমার খবর পাওয়া যায়নি। নতুন ‘০০৭’ হিসেবে অনেকের নাম শোনা গেছে কিন্তু কেউ শেষ পর্যন্ত চূড়ান্ত হননি। এবার ‘০০৭’ হিসেবে শোনা যাচ্ছে ৩৩ বছর বয়সী ব্রিটিশ তারকা অ্যারন টেইলর-জনসনের নাম। খবর বিবিসির

‘স্যাভেজ’, ‘আন্না কারেনিনা’, ‘গডজিলা’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন অ্যারন টেইলর-জনসন। তবে সমালোচকদের কাছে তিনি প্রিয় পাত্র হয়ে ওঠেন ‘নকচারাল অ্যানিম্যালস’ সিনেমা দিয়ে।

ছবিটির জন্য তিনি গোল্ডেন গ্লোবে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পান। ২০১৫ সালে ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’ দিয়ে পরিচিতি পান অভিনেতা। এবার শোনা যাচ্ছে, তিনিই নাকি পরের ‘জেমস বন্ড’ সিনেমায় ‘০০৭’ চরিত্রে অভিনয় করবেন।

এ বিষয়ে নিশ্চিত হতে বিবিসি অভিনেতার সঙ্গে যোগাযোগ করে, তবে অ্যারন টেইলর মন্তব্য করতে রাজি হননি। প্রযোজনা সংস্থার একটি সূত্র অবশ্য জানিয়েছে, অ্যারনের ‘০০৭’ চরিত্রের অভিনয়ের খবরের কোনো সত্যতা নেই। ফলে ২৬তম জেমস বন্ড ছবিতে কে হচ্ছেন ‘০০৭’ তা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেল।

 

 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!