• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৫ মুহররম ১৪৪৬

সংগীতশিল্পী টিনা টার্নার আর নেই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৫, ২০২৩, ০৪:১০ পিএম
সংগীতশিল্পী টিনা টার্নার আর নেই

‘কুইন অফ রক এন রোল’ খ্যাত জনপ্রিয় মার্কিন পপ ও রক তারকা টিনা টার্নার মারা গেছেন। তিনি দীর্ঘদিন ক্যানসার, স্ট্রোক, কিডনির সমস্যা ও হৃদপিণ্ড-জনিত জটিলায় ভুগছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৫ মে) সুইজারল্যান্ডের জুরিখের পার্শ্ববর্তী কুইস্নাচট এলাকায় নিজ বাড়িতে মারা যান টিনা। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

টিনার অফিসিয়াল ইন্সটাগ্রাম পেইজ থেকে মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলা হয়, “আজ আমরা একজন বন্ধুকে বিদায় জানাতে চাই, যিনি সংগীতের মাধ্যমে স্মরণীয় সব কাজ রেখে গেছেন। তার সংগীত ও এর প্রতি সীমাহীন আবেগ লাখ লাখ ভক্তদের মুগ্ধ করেছে। একইসঙ্গে পরবর্তী প্রজন্মের তারকাদের করেছে অনুপ্রাণিত।”

১৯৬০ এর দশকে স্বামী ইকে টার্নারের সঙ্গে যৌথভাবে ‘প্রাউড ম্যারি’, ‘রিভার ডেপ’ ও ‘মাউন্টেন হাই’-এর মতো কালজয়ী গান তৈরির মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন টিনা। ১৯৭৮ সালে নির্যাতনের অভিযোগে স্বামী ইকের সঙ্গে সম্পর্কের ইটি ঘটান এ মার্কিন সংগীত তারকা।

‘দ্য বেস্ট’ কিংবা ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট’র মতো কিংবদন্তি গানের শিল্পী টিনা জোরালো কণ্ঠ এবং শক্তিশালী স্টেজ পারফরম্যান্সের জন্য পরিচিত ছিলেন।

Link copied!