• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬

নওয়াজের বিরুদ্ধে অভিযোগ স্ত্রী আলিয়ার আইনজীবী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩, ০৩:২৫ পিএম
নওয়াজের বিরুদ্ধে অভিযোগ স্ত্রী আলিয়ার আইনজীবী

বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে ফের অভিযোগ তুললেন তার স্ত্রী আলিয়া সিদ্দিকির আইনজীবী রিজওয়ান সিদ্দিকি। টানা এক সপ্তাহ আলিয়ার ওপর অকথ্য অত্যাচার করাসহ খাবার না দেওয়ার অভিযোগ এনেছেন তিনি। দিন দিন যেন তাদের দাম্পত্য কলহ বেড়েই চলেছে।

আইনজীবী রিজওয়ান বলেন, “আলিয়াকে বাড়ি থেকে বের করার জন্য যা যা প্রয়োজন সবই করেছেন নওয়াজ ও তার পরিবারের সদস্যরা। আলিয়াকে একেবারেই খাবার দেওয়া হয় না। এমনকি শৌচাগার ব্যবহারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আলিয়াকে। নিজ বাড়িতেই তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে।”

তিনি আরও বলেন, “চব্বিশ ঘণ্টা পুরুষ দেহরক্ষী দ্বারা কড়া নজরে রাখা হয়েছে আলিয়া ও সন্তানদের। ভুক্তভোগীর নামে একটি ক্রিমিনাল কমপ্লেন করা হয়েছে। পুলিশ দিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। নিয়মিত হুমকি দেওয়াসহ সন্ধ্যার পর থানায় নিয়ে আলিয়াকে বসিয়ে রাখা হয়েছে।”

এমনকি নওয়াজের স্ত্রীর আইনজীবী প্রশ্ন তুলেছেন পুলিশের তদন্ত নিয়েও। তিনি বলেন, “প্রায় প্রতিদিনই আমার মক্কেল আলিয়াকে গ্রেপ্তারের হুমকি দিচ্ছে অভিনেতার পরিবার। কোনো পুলিশকর্মী আমার ক্লায়েন্টের পাশে দাঁড়ায়নি। তাদের কর্মকর্তাদের সামনে যখন অসভ্যতা করা হয় তখন কেউ বিরোধিতা করেনি। অভিনেতার বাড়ি থেকে স্ত্রীর বিরুদ্ধে যেমন জবরদখলের অভিযোগ আনা হয়েছে। তেমন ভুক্তভোগী শ্বশুরবাড়ির বিরুদ্ধে ৫০৯ ধারায় লিখিত অভিযোগ করার পরও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।”

আইনজীবী এখানেই শেষ করেননি। তিনি জানান, নওয়াজ ও তার পরিবারের সদস্যরা গত সাত দিন আলিয়াকে কোনো খাবার ও বিছানায় ঘুমাতে দেননি। এমনকি বাথরুমে পর্যন্ত যেতে দেননি। বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছেন। বর্তমানে ক্লায়েন্ট সন্তান নিয়ে আলাদা থাকছেন।

তিনি বলেন, “নওয়াজের সঙ্গে আলিয়ার সম্পর্ক নিয়েই যে প্রশ্ন তোলা হয় তা নয়, ছোট ছেলের বিষয়েও প্রশ্ন করা হয়। এসবের পরও ভুক্তভোগী যেন বলি তারকা বা তার পরিবারের বিরুদ্ধে কোনো মামলা করতে না পারেন, আইনজীবী যেন তার স্বাক্ষর নিতে না পারে সেই চেষ্টা করা হয়। কিন্তু যতই হুমকি দেওয়া হোক, আমি ও আমার টিম আলিয়ার সাক্ষর নিতে পেরেছি। নওয়াজ ও তার পরিবারের সদস্যদের নামে একাধিক মামলা করা হয়েছে।”

২০২০ সালে নওয়াজ এবং তার পরিবারের বিরুদ্ধে গার্হস্থ হিংসার অভিযোগ দায়ের করেন আলিয়া। তারপর থেকেই আলাদাই থাকতেন তারা। কিন্তু ২০২১ সালে নওয়াজের সঙ্গে ডিভোর্সের সিদ্ধান্ত বাতিল করেন তিনি। বর্তমানে আলিয়া সন্তান নিয়ে অভিনেতার আন্ধেরির বাড়িতে আলাদা থাকছেন। কিছুদিন আগে পাসপোর্টের সমস্যার জন্য দুবাই থেকে ফিরে আসেন তিনি।

Link copied!