• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

তবে কি বিয়ের পিঁড়িতে বসছেন তামান্না-বিজয়?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩, ০৩:০০ পিএম
তবে কি বিয়ের পিঁড়িতে বসছেন তামান্না-বিজয়?
অভিনেতা বিজয় বার্মা ও অভিনেত্রী তামান্না ভাটিয়া। ছবি: সংগৃহীত

দক্ষিণি অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেতা বিজয় বার্মা। বর্তমানে প্রায়ই একসঙ্গে দেখা মেলে এই জুটির। এরই মধ্যে ৩৩ বছর বয়সী তামান্না পরিবার থেকে বিয়ের জন্য চাপ পাচ্ছেন।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, তামান্নার পরিবারই বিয়ের চাপ দিচ্ছে। ৩৩-এ পা দিয়েছেন তামান্না। অভিনেত্রীর পরিবার খুব বেশি দেরি করতে চাইছে না। তাই নাকি ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন বিজয়-তামান্না। সম্প্রতি আর কোনো সিনেমার জন্য চুক্তিবদ্ধও হচ্ছেন না তিনি। ভোলা শংঙ্কর ও জেলার সিনেমার কাভাল্লা গানের পর আর কোনো কাজ নিচ্ছেন না অভিনেত্রী। স্বাভাবিকভাবে বিজয়-তমান্নার বিয়ের জল্পনা জোরালো হচ্ছে। এমন সব কাণ্ডে নেটিজেনদের মনে প্রশ্ন জাগছে তাহলে কি দ্রুতই বিজয়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ছেন তামান্না! 

এর আগে এক সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গে তামান্না বলেন, ‘‘বিয়ে একটা বড় দায়িত্ব। তখনই একজনের সম্মতি দেওয়া উচিত, যখন সে দায়িত্ব নেওয়ার জন্য সম্পূর্ণ তৈরি থাকবে।’’

প্রেমিক বিজয়ের সম্পর্কে বলতে গিয়ে তামান্না জানিয়েছেন, ‘ও এমন একজন যার সঙ্গে খুব সহজেই আমি একাত্ম হতে পেরেছি। যে নিজেকে সম্পূর্ণভাবে আমাকে সমর্পণ করেছে, আমিও তাই নিজেকে আর ঠেকিয়ে রাখিনি।’

Link copied!