• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

শাকিবের ‘দরদ’ সিনেমার ট্রেলার প্রকাশে মহা আয়োজন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৪, ০৭:৪৩ পিএম
শাকিবের ‘দরদ’ সিনেমার ট্রেলার প্রকাশে মহা আয়োজন
সোনাল চৌহান ও শাকিব খান। ছবি: ফেসবুক থেকে

সুপারস্টার শাকিব খান ও বলিউড নায়িকা সোনাল চৌহানকে নিয়ে নির্মিত ‘দরদ’ সিনেমার ট্রেলার প্রকাশে হবে মহা আয়োজনে। যেখানে উপস্থিত থাকবেন হাজারও ভক্ত-অনুরাগী। সেই পরিকল্পনা পাকাপোক্ত করেছেন ছবিটির নির্মাতা অনন্য মামুন। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তারা রেজিস্ট্রেশনের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু করেছেন।

তিনি বলেন, ‘দরদ’ এর ট্রেলার লঞ্চিং অনুষ্ঠানে রেজিস্ট্রেশন করতে একটি টাকাও লাগবে না। নিয়ম মেনে রেজিস্ট্রেশন করা যাবে। এজন্য নাম, ইমেইল, ফোন নাম্বার এবং যে রেজিস্টেশন করবে সে কোন বিভাগ বা এলাকার বাসিন্দা সেটি লিঙ্কে উল্লেখ করতে হবে।

মামুন বলেন, ‘ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে শাকিব খান, নায়িকা সোনাল চৌহানসহ ছবির অন্যান্য কলাকুশলী ও শিল্পীরা উপস্থিত থাকবেন। এছাড়া আমরা যে কোনো একটি বড় স্টেডিয়ামে শাকিব খানের ফ্যান ও সিনেপ্রেমীদের নিয়ে এই আয়োজন করবো। লাইভ অনুষ্ঠানে ট্রেলার লঞ্চিং হবে।’

‘দরদ’ নির্মাতা জানান, ‘দেশের সিনেমার প্রমোশনে এতো বড় আয়োজন হয়েছে কিনা জানা নেই। ইতোমধ্যে রেজিস্ট্রেশনে ২৪ ঘণ্টার আগে ১৭ হাজার শাকিব ভক্ত রেজিস্ট্রেশন করেছে। ২৮ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। ধারণা করেছিলাম কয়েক হাজার হতে পারে। কিন্তু আমি নিজেই বিশ্বাস করতে পারছি না কীভাবে অল্প সময়ে ১৭ হাজার শাকিবিয়ান রেজিস্ট্রেশন করলো। আসলে ‘দরদ’ যে মানের সিনেমা সেই হিসেবে আমরা প্রমোশনে কোনো কমতি রাখবো না।’

প্যান ইন্ডিয়ান ছবি ‘দরদ’ মুক্তি উপলক্ষে ট্রেলার লঞ্চিং অনুষ্ঠান হবে আগামি ফেব্রুয়ারিতে। ওই দিনই রিলিজ ডেট ঘোষণা করা হবে বলেও জানান মামুন।

সাইকো থ্রিলার রোমান্টিক ধাঁচের ছবি ‘দরদ’-এ শাকিব অভিনীত বাংলাদেশ থেকে নির্মিত প্রথম প্যান ইন্ডিয়ান ছবি। শাকিব-সোলা ছাড়াও ছবিতে পশ্চিমবঙ্গের শিল্পীরা অভিনয় করেছেন। ফেব্রুয়ারিতে মুক্তির কথা থাকলেও পিছিয়ে যাচ্ছে ‘দরদ’র মুক্তি। তবে সূত্র জানিয়েছে, দুই ঈদ ছাড়া যে কোনো সময় ছবিটি বিশ্বব্যাপী পাঁচ ভাষায় মুক্তি পাবে।
 

Link copied!