• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

প্রেক্ষাগৃহ চাঙা করতে ‘দুলু মিয়া‘ হয়ে আসছেন শাকিব খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৪, ০৪:৫৯ পিএম
প্রেক্ষাগৃহ চাঙা করতে ‘দুলু মিয়া‘ হয়ে আসছেন শাকিব খান
দরদ সিনেমার পোস্টারে শাকিব খান। ছবি: ফেসবুক থেকে

সুপারস্টার শাকিব খান অভিনীত সর্বশেষ ঈদে মুক্তি পেয়েছে ‘তুফান’ সিনেমা। বিশ্ব মাত করে যা ওটিটিতে কাঁপাচ্ছে এখন। দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে বিগ বাজেটের আর কোনো সিনেমা মুক্তি পায়িনি। অবশেষে জানানো হলো শাকিব খানের নতুন সিনেমা ‘দরদ’ মুক্তির খবর। ১ মিনিট ১৫ সেকেন্ডের একটি টিজার প্রকাশ করে ছবিটি মুক্তির খবর জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

সিনেমার পরিচালক অনন্য মামুন বললেন, ‘আগামী ১৫ নভেম্বর আমরা প্রেক্ষাগৃহে আসছি। শুধু বাংলাদেশ নয়, একসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে ছবিটি। আস্তে আস্তে সব জানিয়ে দেওয়া হবে।’

এর আগে জানা গেছে, ‘দরদ’ বাংলদেশ সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। মুক্তির অনুমতি পাওয়ার পরই প্রচারণায় নেমেছে প্রযোজনা প্রতিষ্ঠান। শাকিব খানের ফেসবুক পেজে মঙ্গলবার (৮ আক্টোবর) সন্ধ্যায় টিজার প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘অপেক্ষার অবসান! বহুল প্রতীক্ষিত দুলু মিয়া আসছে বিশ্বব্যাপী ১৫ নভেম্বর।’

প্রসঙ্গত, ‘দরদ’ ছবিতে শাকিব খানের চরিত্রের নাম দুলু মিয়া। শাকিব খানের ফেসবুক পেজ থেকে পোস্ট হওয়া টিজার ঘণ্টার মধ্যে দুই হাজারের বেশি শেয়ার হয়েছে। রিঅ্যাকশন এসেছে ৬০ হাজারের মতো এবং মন্তব্য করা হয়েছে সাত হাজারের বেশি। ভিউ হয়েছে ৬ লাখের কাছাকাছি।

চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াৎ বলেছেন, ‘কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই “দরদ” পাস করেছে। এটি প্রেমের ছবি, দেখে আমার কাছে ভালো লেগেছে। এটিকে আমি ভালো ছবি বলতে স্বাচ্ছন্দ্যবোধ করব। দায়িত্বশীল পদে থেকে এর বেশি কিছু আমি বলতে পারব না।’

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের আরেক সদস্য খিজির হায়াত খান বললেন, ‘এটি পুরোপুরি বাণিজ্যিক ছবি। শাকিব খান বেশ ভালো অভিনয় করেছেন। অনন্য মামুন ও তাঁর টিম যে পরিশ্রম করেছে, তা পর্দায় দৃশ্যমান। ছবিটা দ্রুত প্রেক্ষাগৃহে আসুক। প্রেক্ষাগৃহ চাঙা হোক। আমার বিশ্বাস, প্রেক্ষাগৃহ চাঙা হবে।’

দরদ সিনেমায় শাকিব-সোনাল ছাড়া আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়াসহ অনেকে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!