দীপিকার ৩৭তম জন্মদিনে শাহরুখের আবেগঘন পোস্ট


তপন বকসি
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩, ০৩:১৪ পিএম
দীপিকার ৩৭তম জন্মদিনে শাহরুখের আবেগঘন পোস্ট

২০০৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‍‍‘ওম শান্তি ওম‍‍’ সিনেমায় জীবনের প্রথম অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন। অর্থাৎ অভিনেত্রী হিসেবে দীপিকা পাড়ুকোনের শুরুটাই হয়েছিল শাহরুখ খানের সঙ্গে।

বলিউড ডিভা দীপিকা পাড়ুকোনের আজ ৩৭তম জন্মদিন। ঘটনাচক্রে আর কিছুদিন পরেই সেই শাহরুখ খানের বিপরীতেই দীপিকার নতুন ছবি ‍‍‘পাঠান‍‍’ রিলিজ করতে চলেছে। আর খুব স্বাভাবিকভাবেই দীপিকার  জীবনের এই বিশেষ দিনটিকে আরও আরও বিশেষ করে তুলতে সহ-অভিনেতা হিসেবে শাহরুখ খান তার নিজের ইনস্ট্রাগ্রামে নিজস্ব ভঙ্গিতে দীপিকাকে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

নিজের ইনস্টাগ্রামে শাহরুখ লিখেছেন, "প্রিয়তমা দীপিকা @deepikapadukone বিভিন্ন অবতারে যথাসম্ভব তুমি নিজের বিবর্তনের মাধ্যমে পর্দাকে জয় করেছ...!এজন্য সদা গর্বিত আমি সব সময় তোমার নিজেকে আরও উঁচুতে তুলে ধরার কামনা করি...হ্যাপি বার্থডে...অফুরান ভালোবাসা..." নিজের ইনস্টাগ্রামে দীপিকার জন্য এই শুভেচ্ছা বার্তার সঙ্গেই ‍‍‘পাঠান‍‍’ ছবি থেকে দীপিকার অপ্রকাশিত একটি নতুন ছবি পোস্ট করেছেন এসআরকে।‍‍

নিজের ইনস্টাগ্রামে দীপিকার জন্মদিনে শাহরুখের শুভেচ্ছাবার্তা দেখার পর শাহরুখের অসংখ্য অনুরাগী তাদের মতামত জানিয়েছেন। শাহরুখের কোন এক ভক্ত লিখেছেন, "যেভাবে আপনি সবাইকে উৎসাহিত করেন, তা শিক্ষনীয়"। আরেক রোমাঞ্চিত ভক্ত লিখেছেন, ‘অসম্ভব ভয়ঙ্কর দেখাচ্ছে আপনাকে দীপিকাজি।’

শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের ভক্তবৃন্দ আপাতত এই জুটির নতুন চমক(পাঠান)  দেখার জন্য অপেক্ষায় রয়েছেন।

Link copied!