• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

ভক্তদের সুখবর দিলেন শবনম ফারিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪, ০৩:৩১ পিএম
ভক্তদের সুখবর দিলেন শবনম ফারিয়া
শবনম ফারিয়া। ছবি : সংগৃহীত

অভিনয়ে একটা সময় পুরোদস্তর ব্যস্ত থাকলেও এখন আর পর্দায় সেভাবে দেখা যায় না শবনম ফারিয়াকে। এবার তিনি তার ভক্তদের জন্য সুখবর জানালেন। যুক্ত হলেন একটি মুঠোফোন প্রতিষ্ঠানের সঙ্গে। ১৪ এপ্রিল থেকে তাদের জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করছেন তিনি।

শবনম ফারিয়া বলেন, “আসলে আমি চাই না এটি নিয়ে নিউজ হোক। তাই বিষয়টি নিয়ে কারও সঙ্গে কথাও বলিনি। ফেসবুকে শুধু একটু জানিয়েছি, আর কিছুই না।”
উল্লেখ্য, এর আগে ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির সঙ্গে যুক্ত হয়েছিলেন শবনম ফারিয়া। প্রতিষ্ঠানটির মিডিয়া এবং কমিনিকেশন্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ইভ্যালির অর্থ আত্মসাতের অভিযোগে গ্রাহকের করা মামলায় আদালতের মুখোমুখিও হতে হয়েছে শবনম ফারিয়াকে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!