• ঢাকা
  • বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২, ২৩ রবিউস সানি ১৪৪৭

শাহরুখকে নিয়ে নেহার ২০ বছরের পুরনো কথা ভাইরাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩, ১১:৩৩ এএম
শাহরুখকে নিয়ে নেহার ২০ বছরের পুরনো কথা ভাইরাল

শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ধুঁকতে থাকা বলিউডকে আবারও চাঙ্গা করেছে। দক্ষিণি সিনেমার স্রোতে ডুবতে থাকা বলিউডকে আবারও দেখিয়েছে আশার আলো। ‘পাঠান’ সিনেমার মাধ্যমে কাশ্মীরে ৩২ বছর পর হাউজফুলও হয়েছে প্রেক্ষাগৃহ। গত ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তির পর থেকে একের পর এক বক্স অফিসে রেকর্ড গড়ে যাচ্ছে ‘পাঠান’।

একসময় যারা ‘পাঠান’ বয়কটের সুর তুলেছিলেন তারাই এখন সেই সুরে পরিবর্তন এনে করছেন প্রশংসা। ভারত তো বটেই পুরো পৃথিবীতে চলছে ‘পাঠান’ ঝড়। সেই ঝড়ে চারদিনেই ভারতীয় বক্স অফিসে ২০০ কোটি অতিক্রম করেছে শাহরুখের সিনেমাটি।

হিন্দুস্তান টাইমসের খবর বলা হয়, বলিউডে যখন পাঠান নিয়ে প্রশংসার জোয়ার বইছে, সেই সময় নিজের ২০ বছরের পুরোনো একটি মন্তব্যের কথা মনে করালেন অভিনেত্রী নেহা ধুপিয়া। সোশ্যালে তার পুরোনো মন্তব্যটি শেয়ার করেছিলেন এক নেটিজেন। সেই মন্তব্যকেই রিটুইট করেছেন অভিনেত্রী।

নেহা লিখেছেন, ‘২০ বছর পার হয়েছে। আমার বক্তব্যটা একদম সত্যি। তা আজও মিলে যাচ্ছে। এটা কোনো অভিনেতার ক্যারিয়ার নয়, এটা একজন রাজার সাম্রাজ্য।’

বলিউড অভিনেত্রী ২০ বছর আগে কী বলেছিলেন? নায়িকা সেই সময় বলেছিলেন, ‘একমাত্র সেক্স ও শাহরুখ খান বিক্রি হয়।’

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমায় শাহরুখ খান ছাড়াও আরও অভিনয় করেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। এতে একজন ভারতীয় গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ। বিপরীতে দীপিকাকে দেখা গেছে পাকিস্তানি গুপ্তচর সংস্থার এজেন্টের ভূমিকায়।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!