• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

পরীমনির দ্বিতীয় ইনিংস শুরু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩, ০১:৪৬ পিএম
পরীমনির দ্বিতীয় ইনিংস শুরু
নির্মাতা অনম বিশ্বাসের ‘রঙ্গিলা কিতাব’ ওয়েব সিরিজে পরীমনি। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি বরাবরই আলোচনাতে থাকতে বেশ পছন্দ করেন। ব্যক্তিগত জীবন কিংবা সামাজিকমাধ্যমে পোস্ট দিয়ে খবরের শিরোনামে থাকেন এই অভিনেত্রী। এবার দ্বিতীয় ইনিংস শুরু করে নতুন করে আবারও আলোচনায় এসেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট করে পরীমনি লেখেন, ‘দ্বিতীয় ইনিংস! নতুন করে শুরু! অনম বিশ্বাস। বিস্তারিত আসছে… আল্লাহ ভরসা।’

জানা গেছে, রোববার (১ অক্টোবর) পরীমনি চুক্তিবদ্ধ হয়েছেন নির্মাতা অনম বিশ্বাসের ‘রঙ্গিলা কিতাব’ ওয়েব সিরিজে। সাহিত্যিক কিংকর আহসানের ‘রঙ্গিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে সাত পর্বের ওয়েব সিরিজটি। নতুন এই ওয়েব সিরিজ নিয়েই পরীর এই রহস্যময় ফেসবুক পোস্ট।

‘রঙ্গিলা কিতাব’ ওয়েব সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করবেন পরীমনি। পরী ছাড়াও এতে আরও অভিনয় করবেন  শ্যামল মাওলা, জিয়াউল হক পলাশসহ অনেকে।

Link copied!