• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সালমান শাহর মা হাসপাতালে ভর্তি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩, ১২:১৭ পিএম
সালমান শাহর মা হাসপাতালে ভর্তি
সালমান শাহর মা নীলা চৌধুরী লন্ডনের হাসপাতালে ভর্তি। ছবি: সংগৃহীত

প্রয়াত নায়ক সালমান শাহর মা নীলা চৌধুরীকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সালমান শাহ ফ্যান ক্লাবের অ্যাডমিন মাসুদ রানা নকীব।

মাসুদ রানা নকীব বলেন, ‘‘সালমান শাহর আম্মার বাম হাত ভেঙেছে। ছবিগুলো ওনার আরেক ছেলে শাহরানের স্ত্রী প্রকাশ করেছেন। ঘটনার পর সালমান শাহর মামা আলমগীর কুমকুমের সঙ্গে আমার কথা হয়েছে।’

নকীব আরও জানান, রবিবার (১২ নভেম্বর) তার সার্জারি হবে। হাত ভাঙা ছাড়াও বয়স বাড়ায় শারীরিকভাবে কিছুটা দুর্বল নীলা চৌধুরী।

নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহর মা দীর্ঘদিন যাবত লন্ডন প্রবাসী। মাঝেমধ্যে দেশে ফিরলেও সেখানেই নিয়মিত থাকেন। সালমানের মৃত্যুর দীর্ঘদিন হয়ে গেলেও এখনো নীলা চৌধুরী সালমানের মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানিয়ে আসছেন। 

Link copied!