বলিউড ভাইজান সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে সোমবার (১০ এপ্রিল)। ৩ মিনিট ২৫ সেকেন্ডের ট্রেলার অ্যাকশনে ভরপুর। মাঝে মধ্যেই এতে দেখা গেছে পূজা হেগড়েকে। কিন্তু ট্রেলারে দেখা যায়নি শেহনাজ গিলকে। সালমান খান ফিল্মস্-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এ সিনেমার ট্রেলার। মাত্র ২ ঘণ্টায় প্রায় ১৯ লাখ ভিউ হয়েছে ট্রেলারটির।
পরিচালক ফারহাদ সামজির এই ছবিতে বলিউড মূল ধারার বাণিজ্যিক ছবির সব উপাদানই রয়েছে। কথায় কথায় অ্যাকশন, মাঝেমধ্যে হালকা প্রেম, সঙ্গে রয়েছে নাচ-গান, বড় সেট। এই সিনেমায় সালমানকে একেবারে নিজস্ব স্টাইলে দেখা যাবে। অভিনেতার আদব কায়দা অনেকেই ওয়ান্টেড ছবিতে তার করা চরিত্র রজবীরের কথা মনে করিয়ে দিতেই পারে। ছবিতে দুটি লুক তার। একটা লম্বা চুল আর দাড়ি। দ্বিতীয়টা ক্লিন সেভ ছোট করে কাটা চুল।
তামিল ছবি ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি এই ‘কিসি কা ভাই কিসি কি জান’। এই ছবিতে সালমান শুধু অভিনেতা নন, প্রযোজকের ভূমিতেও রয়েছেন। সালমান-পূজা ছাড়াও এই ছবিতে রয়েছেন ভেঙ্কটেশ দগ্গুবাতি, শেহনাজ গিল, রাঘব জুয়েল, পলক তিওয়ারি, ভূমিকা চাওলা। ‘পাঠান’-এরপর বলিউড কি পাবে সে ধরনের এক ব্লকবাস্টার? এর উত্তর জানে ভবিষ্যৎ।