• ঢাকা
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১, ৫ রবিউল আউয়াল ১৪৪৫

৬ দিনে সাড়ে ৬০০ কোটির ক্লাবে প্রভাসের ‘সালার’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৩, ১২:৪৬ পিএম
৬ দিনে সাড়ে ৬০০ কোটির ক্লাবে প্রভাসের ‘সালার’
‘সালার’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

দক্ষিণি সুপারস্টার প্রভাসের নতুন সিনেমা ‘সালার’ মুক্তির পর থেকেই বক্স অফিস কাঁপিয়ে যাচ্ছে। প্রশান্ত নীল নির্মিত সিনেমাটি গত ২২ ডিসেম্বর থেকে ভারতের ৫ হাজার ৬০০ পর্দায় প্রদর্শিত হচ্ছে।

মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলে যাচ্ছে ‘সালার: পার্ট ওয়ান-সিজফায়ার’। বলি মুভি রিভিউজ জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ভারতে ‘সালার’ আয় করেছে ১০২ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করে ৫০ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ৫৫ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করেছে ৩৯ কোটি রুপি, পঞ্চম দিনে আয় করেছে ২৬ কোটি রুপি, ৬ষ্ঠ দিনে আয় করেছে ২১.৫ কোটি রুপি। ভারতে সিনেমাটির মোট আয় ২৯৩.৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ৫০০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৬৫০ কোটির টাকার বেশি।

এর আগে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মুক্তি পেয়েছে শাহরুখ অভিনীত ‘ডানকি’। ‘পাঠান’ ও ‘জওয়ান’ দিয়ে যেভাবে বক্স অফিসে রাজত্ব করেছেন শাহরুখ তাতে সালার নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের ভবিষ্যৎ বাণী তেমন আশানুরূপ ছিল না। কিন্তু সবার ভবিষ্যৎ বাণীকে ভুল প্রমাণিত করে ‘সালার’ পেছনে ফেলেছে, ‘পাঠান’, ‘জওয়ান’, ‘গদর ২’ ও ‘অ্যানিমেল’কে। শুধু তাই নয়, গড়েছে বছরের সবচেয়ে বড় ওপেনিংয়ের রেকর্ডও।

‘সালার’র মূল ভূমিকায় অভিনয় করছেন প্রভাস। প্রভাস ছাড়াও সিনেমাটিতে আরও রয়েছেন পৃথ্বিরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবুসহ অনেকে।

Link copied!