ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা মারা গেছেন বলে গুজব ছড়িয়েছে। বুধবার (১৬ নভেম্বর) রাতে ঐন্দ্রিলা মারা গেছেন বলে সোশ্যাল মিডিয়ায় এমন গুজব ছড়িয়ে পড়ে।
এ নিয়ে বিরক্ত হয়ে অভিনেতা সৌরভ দাস তার ফেসবুকে লিখেছেন, “বেঁচে আছে এখনও, মেরে ফেলো না ওকে।” ভারতীয় গণমাধ্যমের খবরে এমনটাই জানা গেছে।
টালিপাড়ার জনপ্রিয় এ অভিনেত্রীর মৃত্যুর ভুয়া খবর দ্রুত ছড়িয়ে পড়ে। এই গুজব শুনে ঐন্দ্রিলার বন্ধু অভিনেতা সব্যসাচী চৌধুরী তার ভেরিফায়েড ফেসবুকে নিন্দা জানিয়েছেন। সব্যসাচী লেখেন, “আরেকটু থাকতে দাও ওকে.. এসব লেখার অনেক সময় পাবে।”
অসুস্থ হয়ে কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। তবে তার শরীরের তেমন কোনো উন্নতি হচ্ছে না। ক্যানসারসহ বিভিন্ন রোগে আক্রান্ত এই অভিনেত্রী বুধবার হার্ট অ্যাটাক করেছেন।
এখন ঐন্দ্রিলার পাশে তার পরিবারের সদস্যদের পাশাপাশি সার্বক্ষণিক অবস্থান করছেন তার প্রেমিক অভিনেতা সব্যসাচী চৌধুরী। অন্যদিকে ঐন্দ্রিলার সুস্থতার জন্য পুরো টালিউড থেকে শুরু করে সাধারণ মানুষ প্রার্থনা করছেন।
কেমন আছেন ঐন্দ্রিলা? সেই খবরের আশায় রাতভর সোশ্যাল মিডিয়ায় চোখ রেখেছিলেন অনুরাগীরা। বারবার স্ক্রল হয়েছে সোশ্যাল মিডিয়ায় হোম পেজ। তবে অভিনেত্রীর শারীরিক অবস্থা সংক্রান্ত আশাব্যঞ্জক কোনও খবর মেলেনি। চিকিৎসকরা বলছেন, ক্যানসারজয়ী ঐন্দ্রিলার বিপদ আরও বাড়িয়েছে হৃদরোগ। শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। এখনও স্থিতিশীল নন তিনি। মধ্যরাতে হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ভেন্টিলেশনে অক্সিজেন স্যাচুরেশন ক্ষীণ। অক্সিজেন স্যাচুরেশেন বাড়িয়েও কাজ হচ্ছে না।