রেডিও জকি দিয়ে ক্যারিয়ার শুরু হলেও পরবর্তী সময়ে উপস্থাপনা দিয়ে দর্শকের মন জয় করেছেন ইভান সাইর। এরপর ছোট পর্দার নিয়মিত কাজ নজর কেড়েছেন সবার। খুব অল্প সময়ে তার অভিনয় পেয়েছে দর্শকপ্রিয়তা। সম্প্রতি শুটিং নিয়েই ব্যস্ত সময় পার করছেন ইভান।
এরই মধ্যে আরও একটি সুখবর এলো শোবিজ অঙ্গনে। এবার চিত্রনায়ক হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন ইভান সাইর। ঢাকাই চলচ্চিত্রে নাম লেখাচ্ছেন গুনী এ অভিনেতা। আর প্রথম চলচ্চিত্রে নিজের নায়িকা হিসেবে পাচ্ছেন অধরা খানকে।
ঠোকর নামের এই চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন মাজহার বাবু। এই সিনেমা নিয়ে নির্মাতা বলছেন, গল্প নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাই না। তবে গতানুগতিকতার বাইরের একটি চলচ্চিত্র উপহার পাবে দর্শক। ২৪ বছর ধরে সিনেমা নির্মাণের সাথে যুক্ত আছি। আশা করছি, দর্শককে দারুণ কিছু উপহার দিতে পারব। খুব দ্রুতই সিনেমার শুটিং শুরু হবে।
ইভান সাইর বলেন, “উপস্থাপনা ও অভিনয়ের সঙ্গে যুক্ত আছি দীর্ঘদিন। এবার চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। এই অনুভূতি বলে বোঝাতে পারব না। ঠোকর-এ আমার চরিত্রটি দারুণ। এর জন্য নিজের লুক তৈরি করা থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, ভালো একটি প্রজেক্ট হবে।”
মুভি টাইম প্রযোজনা সংস্থার ব্যানারে ঠোকর ছবিটি নির্মিত হচ্ছে। শিগগিরইঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে।