• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

প্রথমবার আইটেম গানে মাতাবেন তনামি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৩, ১০:০৩ এএম
প্রথমবার আইটেম গানে মাতাবেন তনামি
অভিনেত্রী তনামি হক। ছবি: সংগৃহীত

সময়ের আলোচিত অভিনেত্রী তনামি হক। চলচ্চিত্রে কাজ করছেন তিনি। পাশাপাশি ছোট পর্দাতেও কাজ করে দর্শক জনপ্রিয়তা পেয়েছেন বেশ। শুক্রবার ১০ নভেম্বর (শুক্রবার) প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তনামি অভিনীত ‘যন্ত্রণা’ সিনেমা। এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো আইটেম গানে মাতাবেন এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে তনামি বলেন, ‘‘ ‘যন্ত্রণা’ সিনেমায় একটি আইটেম গান রয়েছে। সে গানে আমাকে দেখা যাবে। প্রথমবার আইটেম গানে কাজ করেছি। নতুন অভিজ্ঞতার জন্যই কাজটি করা। আশা করছি, গান ও সিনেমাটি সবার পছন্দ হবে।’’

ভালোবাসা ও অ্যাকশন গল্পে নির্মিত ‘যন্ত্রণা’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ ও অভিনেত্রী মানসী প্রকৃতি, সায়মা স্মৃতি।

এদিকে, তনামি অভিনীত মুক্তির অপেক্ষায় আছে জাকির হোসেন রাজু পরিচালিত সরকারি অনুদানে নির্মিত ‘চাদর’ ও অপূর্ব রানার ‘দ্য রাইটার’ সিনেমা। শিগগিরই সিনেমা দুটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Link copied!