• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২, ২১ মুহররম ১৪৪৬

পাঠান: ১০ মিনিটে টিকিট শেষ কলকাতায়, মুম্বাইয়ে ৫ মিনিটে


তপন বকসি
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩, ০৯:২৪ পিএম
পাঠান: ১০ মিনিটে টিকিট শেষ কলকাতায়, মুম্বাইয়ে ৫ মিনিটে

বাতাসে কান পাতলেই তার ফেরার শব্দ। অথবা নিঃশব্দে ঝড় উঠেছে সিনেমা অনুরাগীদের মনে। ঠিকই ধরেছেন। ফিরছেন শাহরুখ খান। এসআরকে ইজ ব্যাক। বুধবার (১৮  জানুয়ারি) থেকেই বিদেশের সংযুক্ত আরব আমিরাত, জার্মানি এবং অস্ট্রেলিয়ায়  ‘পাঠান’ ছবির অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছে। প্রথম দিনেই আরব আমিরাতে ৩৫ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আর তা থেকেই মনে করা হচ্ছে ২০১৭ সালে বিদেশের বাজারে ভারতীয় গ্যাংস্টার ড্রামার মোট সংগ্রহ ৩ লাখ ৫০ হাজার ডলারকে এবারের ‘পাঠানের’ এই অ্যাডভান্স বুকিংয়ের অংক ছাপিয়ে যাবে।

বিদেশের অন্য আরেক দেশ অস্ট্রেলিয়ায় ‘পাঠান’ ছবির প্রথম দিনের অ্যাডভান্স বুকিংয়ের টিকিট বিক্রি হয়েছে তিন হাজার। অংকের হিসেবে যার মূল্য ৬৫ হাজার ডলার। জার্মানিতে এই লেখা লেখার সময় পর্যন্ত পাঁচদিনের অগ্রীম বুকিংয়ের প্রথম দিনে ৮ হাজার ৫০০ টিকিট বিক্রি হয়েছে। তারমধ্যে ৪ হাজার টিকিট বিক্রি হয়েছে প্রথম দিনেই। এর আগে জার্মানিতে শাহরুখ খান অভিনীত আদিত্য চোপড়া প্রযোজিত ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের’ ওপেনিং উইকেন্ডে টিকিট বিক্রি হয়েছিল ১ লাখ ৪২ হাজার ৯৮৩ ইউরো। এবারের শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত আদিত্য চোপড়া প্রযোজিত ‘পাঠান’ ছবির ওপেনিং উইকেন্ডের ট্রেন্ডে টিকিট বিক্রির আর্থিক অংক গিয়ে দাঁড়াচ্ছে ১ লাখ ২৫ হাজার ইউরোতে। বেশ কয়েক বছর পর জার্মানিতে বলিউড মেইনস্ট্রিম সিনেমার এরকম ওপেনিং উইকেন্ড আবার দেখা গেল। এবারের ‘পাঠান’ ছবির অ্যাডভান্স বুকিংয়ের ওপেনিং উইকেন্ডের ট্রেন্ড বুঝিয়ে দিচ্ছে আজ থেকে ২৭ বছর আগের ‘দিলওয়ালে দুলহানিয়াকে’ ‘পাঠান’ খুব সহজেই ছাপিয়ে যাবে।

বুধবার শুরু হওয়া ‘পাঠান’ ছবির জার্মানির অ্যাডভান্স বুকিংয়ের ওপেনিং উইকেন্ডের হিসাবে দেখা যাচ্ছে বিদেশের বাজারে ২০২২-র এপ্রিলের সাড়া ফেলে দেওয়া কন্নড় ছবি ‘কেজিএফ-২’-এর লাইফটাইম কালেকশনকে অ্যাডভান্স বুকিংয়েই পেছনে ফেলে দিয়েছে শাহরুখ খানের ‘পাঠান’। বুধবার ‘পাঠান’ ছবির বিদেশি অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছে। আর বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভারতে  ‘বুক মাই শো’-এর অনলাইনে শুরু হয়ে গিয়েছে দেশের অ্যাডভান্স বুকিং। একথা বললে বাড়িয়ে বলা হবে না যে, পুরো দেশ এখন ‘পাঠান’ জ্বরে ভুগছে। ‘বুক মাই শো’- এর মত কিছু প্রাইভেট এজেন্সির অ্যাডভান্স বুকিংকে বাদ দিলে ভারতে আনুষ্ঠানিকভাবে কিম্বা সরাসরি কাউন্টার থেকে  ‘পাঠানের’ অ্যাডভান্স বুকিং শুরু শুক্রবার থেকে।

‘পাঠান’ ছবির প্রযোজক ‘যশরাজ ফিল্মস’ সংস্থার বিভাগীয় প্রধান ইরবাজ আনসারি অনলাইনে ‘বুক মাই শো’ এজেন্সির পরিসংখ্যানের স্ক্রিনশট তুলে দেখিয়েছেন বুক মাই শো -এর অনলাইন অ্যাডভান্স বুকিংয়ের ওপেনিং ডে-তে কলকাতায় ১০ মিনিটের মধ্যেই ২৫৭ সিটের শো-এর টিকিট শেষ হয়ে গিয়েছে। আর মুম্বইয়ে সমসংখ্যক সিটের শো এর টিকিট বিক্রি শেষ হয়ে গিয়েছে মাত্র পাঁচ মিনিটের মধ্যে। যে ঘটনা এজেন্সি হিসেবে ‘বুক মাই শো’ কর্তৃপক্ষকেও অপ্রত্যাশিতভাবে অবাক করেছে।

‘পাঠান’ ছবির অফিশিয়াল প্রযোজক ‘যশরাজ ফিল্মস’-এর প্রদর্শন বিভাগের সহ সভাপতি রোহন মালহোত্রা বলেন, “ভারতে ‘পাঠান’ ছবির আনুষ্ঠানিক অ্যাডভান্স বুকিং শুরু শুক্রবার (২০ জানুয়ারি)। অর্থাৎ ২৫ জানুয়ারি এই ছবিটির থিয়েট্রিক্যাল রিলিজের পাঁচ দিন আগে থেকে শুরু হচ্ছে এর অ্যাডভান্স বুকিং। শুক্রবার ভারতে সাধারণ টুডি ভার্সনের হিন্দি তামিল তেলেগু ভাষায় এই ছবিটির অ্যাডভান্স বুকিং শুরু হচ্ছে। তার সঙ্গে প্রিমিয়াম ফরম্যাটে ‘আইম্যাক্স’, ‘ফোরডিএক্স’, ‘ডি বক্স’ এবং ‘আইসিই’ ভার্সনে হিন্দি ভাষার জন্য শুরু হচ্ছে এর অ্যাডভান্স বুকিং।”

এই সঙ্গে ওই সভাপতি আরও বলেন, “যশরাজ ফিল্মসের চার নম্বর স্পাই ইউনিভার্স ছবি হিসেবে ‘পাঠান’-এর রিলিজ হতে যাওয়ার আগে প্রযোজক হিসেবে ‘যশরাজ ফিল্মস’ সংস্থা এই মুহূর্তে খুবই রোমাঞ্চিত ও অধীর আগ্রহে অপেক্ষমান।”
 

Link copied!