• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

মনের জোড়ের রহস্য জানালেন পরীমনি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৩, ০৫:২০ পিএম
মনের জোড়ের রহস্য জানালেন পরীমনি
পরীমনি। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। সিনেমার বাইরে সংসার জীবনেও বরাবরই আলোচনায় থাকেন তিনি। জীবনের কঠিন সময়ে বেশ ধৈর্য্য ধরতে দেখা গেছে এই অভিনেত্রীকে। এবার মনের জোড়ের রহস্য জানালেন পরীমনি।

বুধবার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন পরীমনি। পোস্ট করা ভিডিওতে ক্যাপশনে লেখেন, ‘এই যারা বলেন আমার এত মনের জোড় কোথায় পেয়েছি। এই যে দেখেন, এটা হলো বংশীয় ধারা। ছোটখাটো একটা অপারেশন হবে আমার নানার। দোয়া করবেন।’

ভিডিওতে নায়িকার ছেলে রাজ্যর সঙ্গে মজা করতে দেখা গেছে তার নানাকে। এছাড়া মন্তব্যের ঘরে অনেকেই দোয়া প্রার্থনা করেছেন অভিনেত্রীর নানার জন্য।

এর আগে গত ১২ অক্টোবর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন পরীমনি। তারপর গত কয়েকদিন ধরে হাসপাতালেই রয়েছেন এ নায়িকা। এখনও সেখানেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

Link copied!