গ্ল্যামার গার্ল অভিনেত্রী পরীমনি। নিজের রূপের গুণে ভক্তদের মাত করে রেখেছেন তিনি। এ ছাড়া নিজের ঝুলিতে তুলে নিয়েছেন অসংখ্য ব্যবসা সফল ছবি। বর্তমানে মানসম্মত ছবি বেছে বেছে কাজ করছেন এই নায়িকা।
২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় এই পরীমনির। এরপর গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয় করে বেশ প্রশংসা পান এই চিত্রনায়িকা।
রূপে, গুণে ও অভিনয়ে কম সময়েই জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। শুধু তাই নয়, বড় পর্দায় যখন পরীর অভিষেক হয় তখন থেকেই নানা কারণে খবরের শিরোনামে ছিলেন।
সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। নিয়মিত ছবি, স্ট্যাটাস আপলোড করে নিজের উপস্থিতি ভক্তদের কাছে জানান দিয়ে থাকেন এই লাস্যময়ী অভিনেত্রী। তার ছবি দেয়া মাত্রই হুমড়ি খেয়ে পড়ে লাখ লাখ ফ্যান ফলোয়ার।
এবার পরীমনির নতুন ছবি দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। শুক্রবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন পরীমনি। ক্যাপশনে জুড়ে দিয়েছেন জবা ফুলের ইমোজি। ছবির সঙ্গে মিউজিকও যুক্ত করেছেন পরী।
ওই ছবিগুলোতে দেখা যায়, পরীমনির পরনে রয়েছে গোলাপি রঙের একটি হুডি। জবা গাছ ধরে দাঁড়িয়ে ফুলের সৌন্দর্য অবলোকন করছেন তিনি। খোলা চুল আর নো মেকআপ লুকে পরীমনিকে দেখতে বেশ লাস্যময়ী লাগছে। বিভিন্ন ঢংয়ে জবা ফুল ধরে ক্যামেরায় পোজ দিয়েছেন এই নায়িকা।
ফেসবুকে ছবিগুলো দেওয়া মাত্রই পরীমনির মন্তব্যের ঘরে হুমড়ি খেয়ে পড়ছেন নেটিজেনরা। মুহূর্তেই ১৩ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছে তার ভক্তদের।
আরিফ নামে একজন লিখেছেন, ভীষণ আদুরে। এই মন্তব্যের জবাবে গোলাপ ফুলের ইমোজি দিয়ে তাকে রিপ্লাই দিয়েছেন চিত্রনায়িকা।
৮ নভেম্বর ওটিটিতে মুক্তি পায় পরীমনি অভিনীত ‘রঙিলা কিতাব’। সিরিজে তার সঙ্গে জুটি বেঁধেছেন মোস্তাফিজ নূর ইমরান। এটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। এতে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে দেখা গেছে এই অভিনেত্রীকে।