• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

প্রতিপক্ষ বাধা দেবে, আমি সেটাকে কাউন্টার দেব: মাহি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৩, ০৩:০২ পিএম
প্রতিপক্ষ বাধা দেবে, আমি সেটাকে কাউন্টার দেব: মাহি
চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি: সংগৃহীত

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি ট্রাক প্রতীক পেয়েছেন। নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়েই প্রচারণায় নেমেছেন এই চিত্রনায়িকা। তবে, নির্বাচনের মাঠে বাঁধা পাওয়া প্রসঙ্গে মাহি বলেন, “প্রতিপক্ষ বাধা দেবে, আমি সেটাকে কাউন্টার দেব। বাধা না থাকলে তো আর রাজনীতি হবে না।”

বুধবার (২০ ডিসেম্বর) রাজশাহী সার্কিট হাউসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রার্থীদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহিয়া মাহি।

মাহিয়া মাহি বলেন, “প্রতিপক্ষ বাধা দেবে, আমি সেটাকে কাউন্টার দেব। আমাকে কোনো হুমকি দেওয়া হয়নি। প্রচারণায় একটু-আধটু বাধা আসবেই। এটা নরমাল। এটাকে আমরা কাউন্টার দেওয়ার চেষ্টা করছি।”

ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা বলেন, “একটা বিষয় হচ্ছে আমি যখন যেভাবে প্রশাসনকে ইনফর্ম করেছি দ্রুত গতিতে তারা সেখানে পৌঁছেছে। কোনো ভোটারকে ভয় দেখানোর সুযোগ নেই। ভোটাররা যেন কেন্দ্রে উপস্থিত থাকে সেজন্য যা যা করার দরকার আমরা করছি।”

এর আগে রাজশাহী-১ আসনের জন্য মাহিয়া মাহির মনোনয়ন বাতিল করা হলে আপিল করে মনোনয়ন ফিরে পান এই অভিনেত্রী। এই আসনে বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরী আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন।

Link copied!