• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২, ৮ সফর ১৪৪৬

নিপুণের প্যানেলে সভাপতি আহমেদ শরীফ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৪, ০৪:০৩ পিএম
নিপুণের প্যানেলে সভাপতি আহমেদ শরীফ
নিপুণ আক্তার- আহমেদ শরীফ ছবি: কোলাজ

শাকিব খান ও অনন্ত জলিলের পর সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের প্যানেলে সভাপতি হিসেবে শক্তিমান অভিনেতা আহমেদ শরীফের নাম শোনা যাচ্ছে। ১৩ মার্চ নিজেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে এসেছিলেন জনপ্রিয় অভিনেতা। পরিবারসহ যুক্তরাষ্ট্রে বসবাস করেন আহমেদ শরীফ। সম্প্রতি ঢাকায় এসেছেন তিনি। নিজেই জানালেন নির্বাচনে অংশ নেবেন।

আগামী নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবেন তবে কোন প্যানেল থেকে দাঁড়াবেন তা নিশ্চিত করেননি। তবে সূত্রের খবর নিপুনের প্যানেলে সভাপতি হচ্ছেন এই খল অভিনেতা।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আহমেদ শরীফ। এ ছাড়া তিনবার সাধারণ সম্পাদক ও চারবার সভাপতির দায়িত্ব পালন করেছেন এ অভিনেতা। 

 

Link copied!